অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঢাকার সাভারে মাহমুদুল হাসান (৫) নামে এক রোগীর হাড় ভেঙ্গে দেয়ার অভিযোগ উঠেছে সবুজ মাতুব্বর নামে ভুয়া থেরাপিষ্টের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার থানায় একটি মামলা দায়ের করলে অভিযুক্ত ওই থেরাপিষ্টকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়। সে বরিশালের মেহেন্দীগঞ্জ থানার বালিয়া গ্রামের জাহের মাতাব্বারের ছেলে।
জানা গেছে, শিশু মাহমুদুল হাসানের শারিরীক বিভিন্ন সমস্যা থাকায় সিআরপির একজন চিকিৎসক তাকে থেরাপি দিয়ে আসছিল। পরবর্তীতে ওই চিকিৎসক অন্যত্র চলে গেলে লোক মাধ্যমে সবুজের সঙ্গে পরিচয় হয় ভুক্তভোগীর পরিবারের। পরে সবুজ ওই শিশুকে মাসিক চুক্তিতে থেরাপি প্রদান করে। গত ১৪ ডিসেম্বর সকালে শিশু হাসানকে থেরাপি দেয়ার সময় ডান পায়ের হাড় ভেঙে ফেলে সবুজ।
এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার বুধবার থানায় একটি মামলা দায়ের করলে ডগরমোড়া এলাকায় অভিযান চালিয়ে সবুজকে গ্রেপ্তার করে পুলিশ।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা বলেন,দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাকি দিয়ে ওই ভুয়া থেরাপিষ্ট চিকিৎসার নামে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। তার বিরুদ্ধে মামলা দায়ের পর দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply