অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শরীয়তপুরে সাত দিনব্যাপী এক বৃক্ষমেলা আজ জেলায় শুরু হয়েছে।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. ওয়াহিদ হোসেন আজ সকালে সদর উপজেলা কার্যালয় চত্বরে এ মেলা উদ্বোধন করেন। জেলা প্রশাসন ও বনবিভাগ যৌথভাবে এ মেলা আয়োজন করে ।
এ উপলক্ষে জেলা প্রশাসকের নেতৃত্বে এক শোভাযাত্রা উপজেলা কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শরীয়তপুর সদর উপজেলা কমপ্লেক্স ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ গোলাম কুদ্দুস ভুইয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. ওয়াহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমীন, কৃষি বিভাগের উপপরিচালক গোলাম মোস্তফা, সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভুইয়া এবং সিভিল সার্জন অফিসের ডা. কাওসার আহম্মেদ।