অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সামাজিক মাধ্যমে কত কিছুই না ভাইরাল হয়। সম্প্রতি একটি চিতাবাঘ আর এক দল বেবুনের একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে।
ওই ভিডিওর শুরুতে দেখা গেছে, রাস্তায় একটি চিতাবাঘ হেঁটে বেড়াচ্ছে। উদ্দেশ্য শিকার ধরা। এরপরই রাস্তার মাঝপথে বেবুনের একটি দলের দিকে তেড়ে যায় এটি। আসলে চিতাবাঘটি ভেবেছিল এখান থেকেই কোনো একটা শিকার ধরবে। কিন্তু বাস্তবে ঘটেছে উল্টো ঘটনা। ওই বেবুনের দলের হাতেই নাকাল হতে হয়েছে তাকে।
প্রাণপণ শক্তিপ্রয়োগে দল বেঁধে বেবুনগুলো চিতাবাঘটিকে নির্মমভাবে আক্রমণ করে বসে। চিতাবাঘটির তখন ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ অবস্থা।
স্বাভাবিক ভাবেই রাস্তায় এমন দৃশ্যের কারণে ট্র্যাফিক জ্যাম শুরু হয়ে যায়। সবাই অপেক্ষা করতে থাকেন কতক্ষণে রাস্তা থেকে ওই পশুরা সরে যায়। তাদের মধ্যেই কেউ একজন ক্যামেরাবন্দি করে চিতাবাঘ ও বেবুনের এই লড়াইয়ের দৃশ্য।
চিতাবাঘটির ওপর প্রায় ৫০টির মতো বেবুন আক্রমণ করেছিল। এই ঘটনা ঘটেছে দক্ষিণ আফ্রিকার একটি প্রত্যন্ত অঞ্চলে।
গত ১৫ আগস্ট এই ভিডিওটি পোস্ট হতেই তা রীতিমত ভাইরাল হয়ে যায়। ইতোমধ্যেই দুই লাখের বেশি ভিউ হয়েছে ওই ভিডিওটি।
Leave a Reply