অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, শ্রম হচ্ছে সমাজের প্রাণ। শ্রম ছাড়া অন্য কিছুর অস্তিত্ব থাকে না।
তিনি বলেন, খাদ্য ও পোশাকসহ অন্য যেসব জিনিসপত্র আমরা ব্যবহার করি সেসবের উৎস হচ্ছে কাজ। কে কাজ করে? শ্রমিক। তাহলে শ্রমিকের মূল্য কেমন? শ্রমিকের মূল্য হচ্ছে সমাজের প্রাণের সমতুল্য।
সর্বোচ্চ নেতা আজ (শনিবার) শ্রম ও শমিক সপ্তাহ উপলক্ষে একদল ইরানি শ্রমিকের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন।
সর্বোচ্চ নেতা আরও বলেছেন, দুর্নীতির মূলে রয়েছে বেকারত্ব। বহু সামাজিক সমস্যার উৎসও এটি। মাদকাসক্তি, চুরি, তালাক, পরিবার ধ্বংস-এসবের পেছনে রয়েছে বেকারত্ব। যেসব বিভাগ কর্মসৃষ্টির সঙ্গে জড়িত তাদেরকে বুঝতে হবে কর্মসংস্থান সমাজের জন্য কতটা জরুরি।