July 31, 2025, 6:23 am
শিরোনামঃ
বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে মহেশপুরে বেসরকারি স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকদের স্মারকলিপি প্রদান ঝিনাইদহের মহেশপুরে বিশ্ব মানবপাচার দিবস উপলক্ষে মতবিনিময় সভা ঝিনাইদহে ত্রিশ গ্রামের দশ হাজার হেক্টর জমির ফসল তলিয়ে গেছে ; বিএডিসির খাল এখন কৃষকের মরণ ফাঁদ তাবলিগ জামাতের দুই পক্ষের সমস্যা মেটাতে কমিটি গঠন : ধর্ম উপদেষ্টা  ৫ আগস্ট কোনো ধরনের নিরাপত্তার সমস্যা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র সংস্কারের চাহিদা চেয়ে প্রাইমারি স্কুলগুলোতে চিঠি আওয়ামী লীগ এমপির কাছ থেকেও ৫ কোটি টাকার চাঁদা নিয়েছে আটক রিয়াদ ও তার দল একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদন শুরু বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে যশোরে র‌্যালি ও আলোচনা সভা নওগাঁয় শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ 
এইমাত্রপাওয়াঃ
আমাদের সাইটে নতুন ভার্ষনের কাজ চলছে সাথে থাকার জন্য ধন্যবাদ

সাধারণ মানুষের ওপর করের বোঝা না চাপিয়ে বিকল্প উপায়ে রাজস্ব বাড়ানোর পরামর্শ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাধারণ মানুষের ওপর হঠাৎ করের বোঝা না চাপিয়ে বিকল্প উপায়ে রাজস্ব বৃদ্ধির উদ্যোগ নেয়ার জন্য সরকারকে পরামর্শ দিয়েছে এফবিসিসিআই’র বৈষম্যবিরোধী সংস্কার পরিষদ।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ পরামর্শ দেন পরিষদের আহ্বায়ক জাকির হোসেন নয়ন। এছাড়া অনুৎপাদনশীল খাতে সরকারের ব্যয় সংকোচন এবং স্বচ্ছতা নিশ্চিতকরণের মাধ্যমে রাজস্ব বৃদ্ধির প্রচেষ্টা গ্রহণ করার পরামর্শ দেন তিনি।

এ সময় পরিষদের অন্যান্য সদস্যদের মধ্যে এফবিসিসিআই’র সাবেক সহ-সভাপতি আবুল কাশেম হায়দার, বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স এসোসিয়েশনের (বারভিডা) সভাপতি আব্দুল হক, এফবিসিসিআই’র সহায়ক কমিটির সদস্য গিয়াস উদ্দিন খোকন, সুপারসপ মার্কেট ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং এফবিসিসিআই’র বৈষম্যবিরোধী সংস্কার পরিষদের সদস্য সচিব জাকির হোসেন উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জাকির হোসেন নয়ন লিখিত বক্তব্যে আরও বলেন, করের হার না বাড়িয়ে, করের আওতা বৃদ্ধি করা জরুরি, যাতে সবসময় একই করদাতাকে করের জন্য চাপ প্রয়োগ না করা হয়।

এছাড়া সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে দেশের স্বাভাবিক অর্থনৈতিক কার্যক্রমকে ত্বরান্বিত করার লক্ষ্যে মূসক ও সম্পূরক শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান তিনি।

শিল্পখাতে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করে নয়ন বলেন, এমনিতেই দেশের শিল্পখাত বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন। তদুপরি গ্যাসের দাম বাড়ানো হলে উৎপাদন খরচ বৃদ্ধি পাবে এবং স্থানীয় শিল্প প্রতিযোগিতা সক্ষমতা হারাবে। এই অবস্থায় স্থানীয় শিল্পের স্বার্থে গ্যাসের দাম না বাড়িয়ে গ্যাসের অপচয় রোধ ও অবৈধ সংযোগগুলোকে বিচ্ছিন্ন করার মাধ্যমে গ্যাসের সঠিক ও যথাযথ ব্যবহারের ওপর গুরুত্ব দেয়ার পরামর্শ দেন তিনি।

এছাড়াও এফবিসিসিআই’র বৈষম্যবিরোধী সংস্কার পরিষদের পক্ষ থেকে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে ব্যবসা-বান্ধব পরিবেশ ও ব্যবসা সহায়ক রাজস্ব ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি উদাত্ত আহ্বান জানানোর পাশাপাশি তিনি ব্যাংক ঋণের সুদের হার কমানো, বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখা, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য ও বাজার সরবরাহ স্থিতিশীল রাখা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ, যানযট নিরসন, বন্দরসমূহের সক্ষমতা বৃদ্ধিসহ ট্রেড ফ্যাসিলিটেশন কার্যক্রম জোরদার করতে সরকারের প্রতি আবেদন জানান ।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page