July 1, 2025, 9:40 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর-যাদবপুর সড়কের দুই ধারে তালের চারা রোপন ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ৯ বাংলদেশীকে হস্তান্তর করলো ভারতীয় বিএসএফ স্বৈরাচারের লক্ষণ দেখামাত্রই বিনাশের প্রত্যাশা প্রধান উপদেষ্টার নির্বাচনী বাজেট বরাদ্দে কার্পণ্য নয় : অর্থ উপদেষ্টা জুলাই গণঅভ্যুত্থান স্মরণ অনুষ্ঠানের প্রধান অতিথি খালেদা জিয়া শাহজালাল বিমানবন্দরে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা চালু কুষ্টিয়ায় ছাত্রদল নেতার বিরুদ্ধে কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ শরীয়তপুরে সাত দিনব্যাপী বৃক্ষমেলা শুরু সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করল পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ
আমাদের সাইটে নতুন ভার্ষনের কাজ চলছে সাথে থাকার জন্য ধন্যবাদ

সারা দেশের ন্যায় ঝিনাইদহের মহেশপুরে পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

মোঃ ফাহিমুল ইসলাম : আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করতে জাতীয় পর্যায়ে এবং জেলা ও উপজেলা পর্যায়ে ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষ্যে রাষ্ট্রপতি মোঃ শাহাবুদ্দিন , প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সংসদে বিরোধী দলীয় নেতা জিএম কাদের পৃথক পৃথক বাণী প্রদান করেছেন।
প্রত্যুষে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। সকালে জাতীয় স্মৃতি সৌধে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পন করেন।
দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী-বেসরকারী ভবন-ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন পূর্বক দিবসের কর্মসূচী শুরু করা হয়।

ঝিনাইদহের মহেশপুরে সকাল ৮টায় মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ ও মোনাজাত। সকাল সাড়ে ৮টায় মহেশপুর হাইস্কুল মাঠের অনুষ্ঠান মঞ্চে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, সম্মান প্রদর্শন, দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য ও প্যারেড পরিদর্শন। সকাল ৮.৪৫ ঘটিকায় পুলিশ-আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, বিএনসিস এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণে কুচকাওয়াজ, সকাল ৯টায় জেলা পরিষদ অডিটরিয়াম মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা। বাদ যোহর ও সুবিধাজনক সময়ে জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে মসজিদে বিশেষ মোনাজাত এবং মন্দির ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা।
হাসপাতালে ও এতিমখানায় সুবিধাজনক সমযে উন্নতমানের খাবার পরিবেশন।
বিকাল ৩টায় মহেশপুর হাইস্কুল মাঠে উপজেলা প্রশাসন একাদশ বনাম পৌরসভা একাদশ প্রীতি ফুটবল প্রতিযোগীতা।

বিকাল ৪টায় মহেশপুর হাইস্কুল মাঠে “জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন” বিষয়ে আলোচনা এবং বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান ও ইফতার মাহফিলের আয়োজন।
বিকাল ৪টায় উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে মহান স্বাাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন।
এর আগে গতকাল ২৫ মার্চ শনিবার ১৯৭১ সালের ২৫ মার্চের রাতে নিহত শহীদদের স্মরণে মসজিদে বিশেষ মোনাজাত ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনা করা হয়।
রাত ১১টা থেকে ১১ টা ১ মিনিট পর্যন্ত সারা দেশে ১ মিনিট প্রতীকি ব্লক আউট রাখা হয়।

মহেশপুর উপজেলা প্রশাসন কর্তৃক গৃহীত মহান স্বাধীনতা দিবসের সকল কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন ঝিনাইদহ-৩ (মহেশপুর- কোটচাদপুর) আসনের এমপি মোঃ সালাহ উদ্দীন মিযাজী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকছেন মহেশপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা, মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজাজাদুল ইসলাম সাজ্জাদ ও মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান।
সকল অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার অনুপ দাস।
মহেশপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করতে গত ১৪ মার্চ মহেশপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় ১৭৫ সদস্য বিশিষ্ট একটি মূল কমিটি ও ১২টি উপ-কমিটি গঠন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অনুপ দাস।

আজকের বাংলা তারিখ

July ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  


Our Like Page