অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরায়েলি বাহিনী কোনো কিছু বুঝে ওঠার আগেই এক ঘণ্টারও কম সময়ের মধ্যেই পাঁচ হাজার রকেট ছোড়ে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। হয়। হামাসের এই আক্রমণ প্রতিহত করতে না পারার ঘটনাকে বড় ব্যর্থতা বলে উল্লেখ করেছেন ইসরায়েলের গোয়েন্দা বাহিনীর সাবেক প্রধান বিরোধী দলীয় নেতা ড্যানি ইয়াটম।
গত শনিবার (৭ অক্টোবর) ইসরায়েলে আকস্মিক এ হামলা চালানো হয়।
এদিকে হামাসের এই অতর্কিত হামলাকে যুক্তরাষ্ট্রের ৯/১১ এর সঙ্গে তুলনা করেছেন ইসরায়েলের দুই শীর্ষ কর্মকর্তা। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র মেজর নির দিনার বলেন, এটা আমাদের জন্য ৯/১১। তারা আমাদের পেয়ে বসেছে।
দেশটির সেনাবাহিনীর আরও এক কর্মকর্তা লে. কর্নেল জোনাথন কনরিকাসও একই ধরনের মন্তব্য করেছেন। তার মতে, এখানে ৯/১১ এবং পার্ল হারবারের মতো ঘটনা যেন একসঙ্গে ঘটেছে।
তিনি বলেন, এটা ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে বাজে দিন। এর আগে কখনো একদিনে এতো ইসরায়েলি কোনো ঘটনায় এমনকি কোনো শত্রুর আক্রমণেও মারা যায়নি।
এর আগে মোসাদের সাবেক প্রধান ড্যানি ইয়াটম ইসরায়েলে হামাসের হামলা প্রসঙ্গে বলেন, সবই ভুল হচ্ছে এবং কারও কোনো খবর নেই।
তার দাবি, ইসরায়েলের দ্বিতীয় স্তরের প্রতিরক্ষা এই হামলা ঠৈকাতে যথেষ্ট ছিল না। তিনি প্রায় ৫০ বছর আগে অর্থাৎ ১৯৭৩ সালের ৬ অক্টোবরের ইয়ম কিপোর যুদ্ধের কথা স্মরণ করিয়ে দেন। সে সময় আরব দেশগুলো জোট বেধে ইসরায়েলের ওপর হামলা চালিয়েছিল।
অপরদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন সরকারের সাবেক ডেপুটি ন্যাশনাল ইন্টেলিজেন্স অফিসার জনাথন প্যানিকফও বলেছেন যে, এটি একটি গোয়েন্দা ব্যর্থতা ছিল। নাহলে এ হামলা হতে পারত না। তিনি বলেছেন, এটি ইসরায়েলের নিরাপত্তা ব্যর্থতা।