“ নাকি যা কিছু আল্লাহ্ তাদেরকে স্বীয় অনুগ্রহে দান করেছেন সে বিষয়ের জন্য মানুষকে হিংসা করে।” (সূরা ঃ নিসা ঃ আয়াত ঃ ৫৪)
১. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, রসুলুল্লাহ (সঃ) বলেছেন, “তোমরা হিংসা থেকে দুরে থাক। কেননা হিংসা মানুষের ভাল গুনগুলো এমনিভাবে ধ্বংস করে দেয় যেমনিভাবে আগুন শুক্নো কাঠ জ্বালিয়ে ফেলে।” (অথবা নবীজী (সঃ) কাঠের পরিবর্তে শুক্নো ঘাসের কথা বলেছিলেন) (আবু দাউদ শরীফ)
Leave a Reply