November 25, 2025, 7:10 pm
শিরোনামঃ
উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ অনুমোদন দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে দিনব্যাপী নির্বাচন কমিশনের সংলাপ আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রাম বন্দরের টার্মিনাল চুক্তি নিয়ে হাইকোর্টের রায় দুদককে চাপ প্রয়োগ করলে তালিকা প্রকাশ করা হবে : দুদক চেয়ারম্যান বিএনপি নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত : রুহুল কবির রিজভী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে লটারির মাধ্যমে ৬৪ জেলায় পুলিশ সুপার চূড়ান্ত করেছে সরকার  ফরিদপুরের ফেসবুকে কাবা শরিফ নিয়ে আপত্তিকর ছবি পোস্ট ;  যুবক গ্রেপ্তার রাজশাহীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালন সাতক্ষীরায় নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ   পিরোজপুরে সাইবার সহিংসতা প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা 
এইমাত্রপাওয়াঃ

উল্কাপিন্ডের উজ্জ্বলতায় আলোকিত ফিলিপাইনের আকাশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : একটি ছোট উল্কার উজ্জ্বলতায় বৃহস্পতিবার ভোররাতে ফিলিপাইনের উত্তরের আকাশ আলোকিত হয়। এটি পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশ করে পুড়ে যায়। ইউরোপীয় মহাকাশ সংস্থা (ইএসএ) এবং প্রত্যক্ষদর্শীরা এ কথা জানিয়েছেন।
ইএসএ বলেছে, ‘২০২৪ আরডব্লিউ-১’ নামের এক মিটার (৩.৩-ফুট) দীর্ঘ পাথর খন্ডটি মধ্যরাতের কিছু পরে (১৬৩৯ জিএমটি, বুধবার) পৃথিবীর বায়ুমন্ডলের সাথে সংঘর্ষে প্রজ্জ্বলিত হয় এবং ফিলিপাইনের লুজন দ্বীপে একটি ‘নিরাপদ’ কিন্তু ‘দর্শনীয় ফায়ারবল’ সৃষ্টি করে।
ক্যাটালিনা স্কাই সার্ভের মাধ্যমে আবিষ্কৃত এটি নবম উল্কা, যেটি বায়ুমন্ডলে আঘাতের আগে মানুষের চোখে পড়েনি।
ব্যবসায়ী অ্যালান মাদেলার (২৮) এএফপি’কে জানিয়েছেন, তিনি এক বন্ধুর সঙ্গে উল্কা দেখার জন্য লুজোনের গনজাগা পৌরসভায় এক ঘণ্টা অপেক্ষা করেছিলেন।
তিনি বলেন, ‘এটা ছিল বর্ণিল, সুন্দর ও মনোমুগ্ধকর। আকাশ কালো থেকে নীল-সবুজ থেকে কমলা এবং আবার কালো হয়ে গেছে।’ ফেসবুকে পোস্ট করা এবং এএফপি’র যাচাই করা একটি ভিডিও ক্লিপে কমলা-দীর্ঘ গুচ্ছ ফায়ারবল বা আগুনের গোলা দেখা যায়। যেটি অল্প সময়ের জন্য লুজোনের রাতের আকাশ আলোকিত করে।
অডি দে লা ক্রুজ (৬৫) গনজাগা থেকে ১৪২ কিলোমিটার (৮৮ মাইল) দক্ষিণে তুগেগারাও শহরের একটি সেতু থেকে স্বর্গীয় এই দৃশ্যের ছবি তোলার জন্য তার ক্যামেরা সেট করেছিলেন কিন্তু শাটার টিপার আগেই আগুনের গোলাটি নিভে যায়।
দে লা ক্রুজ এএফপি’কে বলেছেন, ‘এটি দেখতে খুব বড় মাথার একটি বেঙাচির মতো এবং এর মাথাটি খুব উজ্জ্বল ছিল।’
‘আমি হয়তো এটির ছবি তুলতে ব্যর্থ হয়েছি কিন্তু, এটি দেখা খুব অবিস্মরণীয় অভিজ্ঞতা।’

 

 

 

আজকের বাংলা তারিখ

November ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০


Our Like Page