January 30, 2026, 3:08 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ বাংলাদেশে অবস্থানরত নাগরিকদের সতর্ক করলো মার্কিন দূতাবাস বাংলাদেশি সৌদি প্রবাসীদের ২০ হাজার টাকায় দেশে ফেরার সুযোগ জামায়াত ক্ষমতায় এলে সবচেয়ে বেশি বিপন্ন হবে নারীরা : রুহুল কবির রিজভী পরিবারতন্ত্রের সংস্কৃতি চিরতরে মুছে দিতে চাই : জামায়াতের আমির কুমিল্লা সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ  বন্দিবিনিময় চুক্তিতে ভারতে পাঠানো হলো ২৩ জেলেকে ; দেশে পিরলো ১২৮ জন ‘ভুল করে’ হত্যা মামলার আসামিকে ছাড়লো ময়মনসিংহ কারা কর্তৃপক্ষ ; আবারও আটক কক্সবাজারের টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ ১০ জন আটক ইসরায়েলের সাথে সম্পর্ক স্থগিত করা জরুরি : জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দূত
এইমাত্রপাওয়াঃ

মাগুরার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ঢাকায় শিক্ষা ভবনে হামলার প্রতিবাদে মানববন্ধন 

ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি :  ঢাকায় উপবৃত্তি প্রকল্প থেকে মানবিক বিবেচনায় রাজস্ব খাতে আসা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের কর্তৃক শিক্ষা ভবনে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে কর্মবিরতি মানববন্ধন অনুষ্ঠিত হয়। বুধবার ১৮ সেপ্টেম্বর দুপুর ১২ টার সময় মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান গেটের সম্মুখে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের আয়োজনে মানববন্ধন করা হয়।

মানববন্ধনে কালোব্যাজ ধারণ করে কর্মসূচি পালন করা হয়। মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি এস এম শহিদুর রহমান এর নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন  মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) সাধারণ সম্পাদক খুলনা অঞ্চল খুলনা মোঃ মনিরুল ইসলাম মঞ্জু, মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দ ইমরুল কবীর, সিনিয়র সহকারী শিক্ষক (ইংরেজি) শ্রী ইন্দ্রজিৎ বিশ্বাস, সহকারী শিক্ষক মোঃ শাহনেওয়াজ সেতু। এরপর মানববন্ধনের র‍্যালিটি ভায়নামোড় ঘুরে মাগুরা জেলা শিক্ষা অফিসে গিয়ে শেষ হয় এবং শ্লোগানে প্রতিবাদ জানানো হয়। মাগুরা জেলা শিক্ষা অফিসে গিয়ে বক্তব্য রাখেন সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মনিরুল ইসলাম মঞ্জু ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিরাজুল ইসলাম। তারা বলেন মাগুরা ৪ উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার আগামীকাল ১৭ সেপ্টেম্বর ঢাকায় কেন ছিলো এবং কেন ছুটি নিয়েছে এটার উত্তর জানতে চাই মাগুরা জেলা শিক্ষা অফিসার আলমগীর কবির এর কাছে। মাগুরা সদর উপজেলার ২ টি সরকারি উচ্চ বিদ্যালয়ের নেতৃত্বে মানববন্ধন পালন করেছে মাগুরা জেলার ৫ টি স্কুল মহম্মদপুর আরএসকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়, শ্রীপুর এমসি পাইলট উচ্চ, আড়পাড়া সরকারি আইডিয়াল স্কুল।

মাগুরা জেলা শিক্ষা অফিসার মোঃ আলমগীর কবির হোসেন জানান, মাগুরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম ১৫ সেপ্টেম্বর ছুটি নিয়েছে এবং শ্রীপুর উপজেলা শিক্ষা অফিসার মোবাইল ফোনে ছুটি নিয়েছে আর শালিখা ও মহম্মদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তাদের কর্মস্থলে অবস্থান করেছিলো। তিনি আরও জানান, মানববন্ধনের বিষয়টি অবশ্যই  গুরুত্ব সহকারে দেখা হবে।

আজকের বাংলা তারিখ



Our Like Page