অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের একজন শীর্ষ নেতা বলেছেন, লেবাননের হিজবুল্লাহ আন্দোলন এবং হামাস নেতাদের মধ্যে সম্পূর্ণভাবে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রয়েছে এবং লেবাননের যুদ্ধবিরতি গাজায় শান্তি প্রতিষ্ঠার পথ দেখাতে পারে।
গতকাল (বৃহস্পতিবার) ইরানের আরবি ভাষার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আল- আলমকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন হামাস নেতা সামি আবু জুহরি। তিনি বলেন, লেবাননের জনগণকে রক্ষা এবং ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসন বন্ধ করার জন্য আমরা লেবাননের জনগণ ও হিজবুল্লাহ আন্দোলনের চুক্তির অধিকারকে স্বীকার করি। একই সাথে হিজবুল্লাহ যোদ্ধারা ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়িয়ে যে বিরাট আত্মত্যাগ করেছে তার প্রতিও হামাস কৃতজ্ঞতা জানায়।
সামি আবু জুহরি আরো বলেন, গত ১৪ মাস ধরে ইহুদিবাদী ইসরাইল আগ্রাসন চালালেও গাজা এবং লেবাননে তাদের ঘোষিত কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি। ইহুদিবাদীরা বরং বেসামরিক ফিলিস্তিনি ও লেবাননের নাগরিকদের হত্যা করে এবং অবকাঠামো ধ্বংস করে বিজয় দাবি করছে।
গাজার বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে সামি আবু জুহরি বলেন, সেখানে যা কিছু হচ্ছে তা মানবিক দৃষ্টিকোণ থেকে দেখলে বলতে হবে যে, সাম্প্রতিক শতাব্দিগুলোতে কোথাও এই ধরনের ভয়াবহ অমানবিক ঘটনা ঘটেনি। গাজার সমস্ত হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রগুলোকে ইচ্ছাকৃতভাবে ইহুদিবাদী ইসরাইল ধ্বংস করেছে।
হামাসের এই নেতা জানান, অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে একমাত্র কামাল আদওয়ান হাসপাতাল টিকে আছে, এছাড়া সেখানে কোনো হাসপাতাল ও চিকিৎসা উপকরণ নেই যা দিয়ে গাজার লোকজনকে চিকিৎসা সেবা দেয়া সম্ভব।
তিনি বলেন, এখনো প্রতিদিন ইহুদিবাদি ইসরাইল বর্বর আগ্রাসন চালাচ্ছে এবং প্রতিদিন বহু সংখ্যক ফিলিস্তিনি হতাহত হচ্ছেন। একই সাথে ইহুদিবাদী সেনারা এসব অসহায় মানুষকে হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্রে যেতে দিচ্ছে না এবং ধ্বংসস্তূপের নিচ থেকে বের করা আহত ব্যক্তিদের সেবার জন্য ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স যেতে দেয় না।
Leave a Reply