বশির আল মামুন চট্টগ্রাম : রাষ্ট্রদ্রোহ মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির জন্য ২ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। চিন্ময়ের আইনজীবী সুমীত আচার্য্য আদালতে উপস্থিত না থাকায় শুনানির আবেদন নথিভুক্ত করে আদালত এ দিন ধার্য করেন। সুপ্রিম কোর্ট থেকে আসা আইনজীবী রবীন্দ্র ঘোষ চিন্ময় বহ্মচারীর মামলায় আজ লড়ার কথা ছিল।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. সাইফুল ইসলাম এ আদেশ দেন। এর আগে দুপুর আড়াইটার দিকে আদালত শুনানি কার্যক্রম শুরুতে ওকালতনামা দাখিল করেন সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ। এ সময় ওকালতনামা যাচাইয়ের জন্য ওই আইনজীবীকে উপস্থিত করতে আদালত সময় বেঁধে দেন। কিন্তু শেষ পর্যন্ত ওই আইনজীবী উপস্থিত হননি।