January 31, 2026, 12:10 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ বাংলাদেশে অবস্থানরত নাগরিকদের সতর্ক করলো মার্কিন দূতাবাস বাংলাদেশি সৌদি প্রবাসীদের ২০ হাজার টাকায় দেশে ফেরার সুযোগ জামায়াত ক্ষমতায় এলে সবচেয়ে বেশি বিপন্ন হবে নারীরা : রুহুল কবির রিজভী পরিবারতন্ত্রের সংস্কৃতি চিরতরে মুছে দিতে চাই : জামায়াতের আমির কুমিল্লা সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ  বন্দিবিনিময় চুক্তিতে ভারতে পাঠানো হলো ২৩ জেলেকে ; দেশে পিরলো ১২৮ জন ‘ভুল করে’ হত্যা মামলার আসামিকে ছাড়লো ময়মনসিংহ কারা কর্তৃপক্ষ ; আবারও আটক কক্সবাজারের টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ ১০ জন আটক ইসরায়েলের সাথে সম্পর্ক স্থগিত করা জরুরি : জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দূত
এইমাত্রপাওয়াঃ

টাঙ্গাইলে মায়ের বিরুদ্ধে শিশু সন্তানকে হত্যার অভিযোগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক টাঙ্গাইলের বাসাইলে পারিবারিক কলহের জেরে মায়ের বিরুদ্ধে দুই বছরের শিশু সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোরে বাসাইল পৌর এলাকার পূর্ব মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু মোহাম্মদ আলী (২) বাসাইল পৌর এলাকার পূর্ব মধ্যপাড়ার অটোরিকশাচালক ইব্রাহিম মিয়ার ছেলে। অভিযুক্ত মা নাম হিরা আক্তার (৩০) জেলার মির্জাপুর উপজেলার আদাবাড়ী গ্রামের হারু মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা সূত্রে জানা যায়,  শুক্রবার ভোরের দিকে প্রকৃতির ডাকের কথা বলে হিরা আক্তার তার দুই বছরের শিশু সন্তানকে সঙ্গে নিয়ে ঘরের বাইরে যান। বেশ কিছুক্ষণ পর সন্তানকে ছাড়াই ঘরে ফেরেন তিনি। এ সময় হিরার স্বামী ইব্রাহিম সন্তানকে না পেয়ে তাকে জিজ্ঞাসা করেন। পরে তিনি তার স্বামীকে নিয়ে পুকুর পাড়ে যান। সে সময় শিশু সন্তানকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান ইব্রাহিম। পরে দ্রুত শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অভিযুক্ত হিরা আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ থানায় নিয়ে গেছে।

হিরা বেগম বলেন, ‘এ সময় আমার হিতাহিত কোনো জ্ঞান ছিল না। কীভাবে কি হয়ে গেল কিছুই বুঝতে পারিনি’।

বাবা ইব্রাহিম মিয়া বলেন, বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দাম্পত্য কলহ চলছিল। স্ত্রীর আগে আরও দুইবার বিয়ে হয়েছিল। মাঝে মধ্যেই স্ত্রী ঝগড়া করে বাবার বাড়িতে চলে যেত। শুক্রবার রাত সোয়া ৩ টার দিকে শিশু সন্তান মোহাম্মদকে কোলে নিয়ে স্ত্রী বাইরে যায়। কিছুক্ষণ পর সে একাই ঘরে ফিরে আসে। এ সময় সন্তানের কথা জিজ্ঞেস করলে সে জানায় সন্তান আছে। পরে ঝগড়া করলে স্ত্রী আমাকে নিয়ে পুকুর পাড়ে যায়। সেখানে গিয়ে দেখি সন্তান পড়ে আছে। মোহাম্মদকে তার মা শ্বাসরোধ করে হত্যা করেছে।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আজকের বাংলা তারিখ



Our Like Page