January 30, 2026, 7:07 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ বাংলাদেশে অবস্থানরত নাগরিকদের সতর্ক করলো মার্কিন দূতাবাস বাংলাদেশি সৌদি প্রবাসীদের ২০ হাজার টাকায় দেশে ফেরার সুযোগ জামায়াত ক্ষমতায় এলে সবচেয়ে বেশি বিপন্ন হবে নারীরা : রুহুল কবির রিজভী পরিবারতন্ত্রের সংস্কৃতি চিরতরে মুছে দিতে চাই : জামায়াতের আমির কুমিল্লা সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ  বন্দিবিনিময় চুক্তিতে ভারতে পাঠানো হলো ২৩ জেলেকে ; দেশে পিরলো ১২৮ জন ‘ভুল করে’ হত্যা মামলার আসামিকে ছাড়লো ময়মনসিংহ কারা কর্তৃপক্ষ ; আবারও আটক কক্সবাজারের টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ ১০ জন আটক ইসরায়েলের সাথে সম্পর্ক স্থগিত করা জরুরি : জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দূত
এইমাত্রপাওয়াঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নারায়ণগঞ্জের রূপগঞ্জে সস্ত্রাসীদের হামলায় কাঞ্চন পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক পাভেল মিয়া (৩০) নিহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে উপজেলার কাঞ্চন পৌরসভা কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত পাভেল মিয়া কাঞ্চন পৌরসভার কৃষ্ণনগর এলাকার ইদ্রিস আলীর ছেলে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাত নয়টার দিকে কাঞ্চন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিনুল ইসলাম স্বপনের সঙ্গে পৌরসভার ৬ নাম্বার ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বায়েজীদের মধ্যে মোবাইল ফোনে কথা কাটাকাটি হয়।

এর জের ধরে রাত দশটার দিকে বিএনপি নেতা বায়েজিদ ও জাহাঙ্গীরের নেতৃত্বে স্থানীয় সন্ত্রাসী বাহিনী স্বপনকে পৌরসভা কার্যালয়ের সামনে খুঁজতে আসে।

স্বপনকে না পেয়ে তারা পৌর কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা কাঞ্চন পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক পাভেল মিয়াকে একা পেয়ে তার ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা লাঠিসোটা দিয়ে পাভেলের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে গুরুতর আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন পাভেল। পরে আশপাশের লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এই হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এলাকাবাসী ও নিহতের স্বজনরা।

এদিকে পাভেল হত্যার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী রাতেই অভিযুক্ত বায়েজিদের বাড়িতে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় তদন্তসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page