27 Feb 2025, 06:15 am

সাউথ কোরিয়ায় প্রেসিডেন্টের পর ভারপ্রাপ্ত প্রেসিডেন্টও অভিশংসিত

নিজস্ব প্রতিবেদকঃ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক সম্প্রতি সাউথ কোরিয়ায় প্রেসিডেন্ট ইউন সুক-ইয়লকে সামরিক শাসন জারি করার চেষ্টার পর অভিশংসিত করা হয়। এরপর হান ডাক-সু ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। তবে সাবেক প্রেসিডেন্টের পর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সুও অভিসংশিত হয়েছেন।

বিবিসি জানিয়েছে, সাউথ কোরিয়ার সংসদ স্থানীয় সময় শুক্রবার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু কে অভিশংসনের পক্ষে ভোট দেয়। ১৯২ জন আইনপ্রণেতা হানের অভিশংসনের পক্ষে ভোট দিয়েছেন, অভিশংসন সফল হতে প্রয়োজন ছিল ১৫১টি ভোট।

মাত্র দুই সপ্তাহ আগেই প্রেসিডেন্ট ইউন সুক-ইয়ল অভিশংসিত হওয়ার পর হান দায়িত্ব গ্রহণ করেন। প্রেসিডেন্ট ইউন সামরিক শাসন জারির চেষ্টার অভিশংসিত হন। এরপর হান দায়িত্ব পান।

দেশটির বিরোধী দল বৃহস্পতিবার হানের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাবটি দায়ের করে। তাদের অভিযোগ, হান সংসদ-নির্বাচিত তিন বিচারকের নিয়োগ আটকে দিয়েছিলেন। এই বিচারকদের ইউনের মামলার রায় দেওয়ার জন্য দরকার ছিল।

সাউথ কোরিয়ার সংবিধান অনুযায়ী, হানের অভিশংসনের পর দেশটির অর্থমন্ত্রী চোই সাং-মোক পরবর্তী ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *