স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের দোহারপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা হোসেন আলীকে (৮০) পুর্ব শত্রুতার জের ধরে বাড়ী তুলে বেধরক ভাবে পেটানো হয়েছে। এলাকাবাসী গুরুতর অবস্থায় বীর মুক্তিযোদ্ধা হোসেন আলীকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করে। এ ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের দোহারপাড়া গ্রামে।
এ ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী মহেশপুর থানায় লিখিত একটি অভিযোগ দায়ের করেছেন।
থানায় দায়ের করা অভিযোগ সুত্রে জানাগেছে, পুর্ব শত্রুতার জের ধরে মহেশপুরের কাজিরবেড় ইউনিয়নের পলিয়ানপুর গ্রামের জনি আহাম্মেদ, নাহিদ হোসেন সাগর, ইনামুল ইসলাম, জীবন ইসলাম, যাদবপুর ইউনিয়নের দোহারপাড়া গ্রামের শহিদুল ইসলাম, আনছার মোড় এলাকার ইছা, পশ্চিমপাড়ার শাহাজান আলী, বেতবাড়ীয়া গ্রামের নজুসহ অজ্ঞত নামা আরো ৫/৬ জন বীর মুক্তিযোদ্ধা হোসেন আলীকে তুলে এনে বেধরক ভাবে পেটানো হয়।
এ সময় তারা বীর মুক্তিযোদ্ধা হোসেন আলীর পকেটে থাকা ১৭ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলে জানান আহত বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী।
বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী জানান, আসামীরা এখন আমাকে জীবনে মেরে ফেলবে বলে বিভিন্ন সময় হুমকি ধামকি দিয়ে যাচ্ছে।
Leave a Reply