ফারুক আহমেদ, মাগুরা : এসো দেশ বদলাই পৃথিবী বদলাই নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫, মাগুরা জেলার সকল সরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। বুধবার ৫ ফেব্রুয়ারি সকাল ৯ টার সময় মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট খেলার মাঠে মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট এর আয়োজনে ক্রিকেট খেলা হয়।
চারটি দলের অংশ গ্রহণে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯টার সময় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে টুর্নামেন্টের শুভ সূচনা হয়।
মাগুরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ ও অধ্যক্ষের রুটিন দায়িত্বে প্রকৌশলী মোঃ শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ ডঃ মোঃ মিজানুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন মাগুরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ ড. এম. এস. নাজমুল হক। এছাড়া শালিখা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ও মহাম্মদপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষের প্রতিনিধি। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট চিফ ইনস্ট্রাক্টর মোঃ জাহাঙ্গীর আলম।
ফাইনাল খেলায় মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউ ১ উইকেটে ১৩৩ রান করে এবং মাগুরা টিএসসি ১০ উইকেটে ৯১ রান করে। ৪২ রানে চ্যাম্পিয়ন মাগুরা পলিটেকনিক ইন্সটিটিউট। রানার্স আপ মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ। মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র ম্যান অব দ্যা ম্যাচ ইব্রাহিম বাবু ও ম্যান অব দা সিরিজ কাইয়ুম।
প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে মাগুরা টিএসসি ও মহাম্মদপুর টিএসসি এরমধ্যে মাগুরা টিএসসি ৪ উইকেটে জয় লাভ করে। দ্বিতীয় ম্যাচে মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট ও শালিকা টিএসসি এরমধ্যে অনুষ্ঠিত খেলায় মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউ ১০ উইকেটে জয়লাভ করে। ফাইনাল ম্যাচ মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট ও মাগুরা টিএসসি এর মধ্যে অনুষ্ঠিত খেলায় মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউ ৪২ রানে জয় লাভ করে বিভাগীয় পর্যায়ে খেলার জন্য মনোনীত হয়। খেলা শেষে বিজয়ীদের মধ্যে কফি বিতরণ করা হয়। খেলার সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটের ফিজিক্যাল এডুকেশন ইন্সট্রাক্টর মোঃ রবিউল ইসলাম।
Leave a Reply