অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দেশজুড়ে বেড়েছে করোনা সংক্রমণ। করোনা সংক্রমণের উদ্বেগ নিয়েই আগামী ২৬ জুন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা। এতে সারা দেশে অংশ নেবে সাড়ে ১২ লাখ পরীক্ষার্থী।
ইতোমধ্যে ১১টি শিক্ষা বোর্ড পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন করেছে। উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে প্রশ্নপত্র ও উত্তরপত্র।
সরকারি রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ জুন পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২৫৩ জন, মৃত্যু হয়েছে তিনজনের।
একই সময়ে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৫৭০ জন এবং মারা গেছেন ২৮ জন। সাম্প্রতিক দিনগুলোতে উভয় সংক্রমণই ঊর্ধ্বমুখী, যা অভিভাবকদের উৎকণ্ঠা আরও বাড়িয়ে দিয়েছে।
এমন প্রেক্ষাপটে দেশের ৯ হাজার ৩১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে।
তত্ত্বীয় পরীক্ষা চলবে ১০ আগস্ট পর্যন্ত এবং ব্যবহারিক পরীক্ষা হবে ১১ থেকে ২১ আগস্ট।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর এক সংবাদ সম্মেলনে বলেন, এইচএসসি পরীক্ষার্থীরা তরুণ। তারা স্বাস্থ্যবিধি মেনে চললেই নিরাপদ থাকবে। নিয়মিত হাত ধোয়া, মাস্ক পরা এবং জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।