September 14, 2025, 7:16 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে শহীদুল ইসলাম স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী ও গুণীজনদের সংবর্ধনা ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হালাল সার্টিফিকেশন কার্যক্রমে ওআইসি’র সহযোগিতা চাইলেন ধর্ম উপদেষ্টা লন্ডনে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের গাড়ি লক্ষ্য করে ডিম নিক্ষেপ মাদরাসা শিক্ষার্থীদের জন্য একগুচ্ছ সুখবর দিলেন বোর্ড চেয়ারম্যান দীর্ঘ অপেক্ষার পর ফল ঘোষণা : জাকসুর ভিপি জিতু (স্বতন্ত্র ; জিএস মাজহারুল (শিবির) দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু ; হাসপাতালে ভর্তি ২৭৯ ৪৫ ঘণ্টা অপেক্ষার পর জাকসুর ফল ঘোষণা ; হল সংসদে ভিপি-জিএস হলেন যারা সপ্তাহে দুই দিন হাসপাতালে যেতে পারবেন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা পিরোজপুরে চাঁদাবাজির অভিযোগে বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দলের নেতার জামায়াতে যোগদান
এইমাত্রপাওয়াঃ
বাংলাদেশে স্নাতক ডিগ্রিধারী বেকারের সংখ্যা প্রায় ৯ লাখ

২৪ ঘন্টায় ১ হাজার ২৫০ সেনাকে হারিয়েছে ইউক্রেন : রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ২৪ ঘন্টার বিশেষ সামরিক অভিযানে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী প্রায় ১ হাজার ২৫০ জন সেনাকে হারিয়েছে। রোববার (৩ আগস্ট) এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, উত্তর ব্যাটলগ্রুপে দায়িত্বরত কিয়েভের বাহিনী ১৮৫ জন সেনাসদস্যকে হারিয়েছে। সেই সঙ্গে পশ্চিম, দক্ষিণ, কেন্দ্র, পূর্ব এবং নেপ্র ব্যাটলগ্রুপের ক্ষেত্রে যথাক্রমে ২২০ জন, ১৮৫ জন, ৩৭৫ জনের বেশি, ২০০ জনের বেশি এবং ৮৫ জন সেনা প্রাণ হারিয়েছে।

যুদ্ধক্ষেত্রের পরিসংখ্যান তুলে ধরে বিবৃতিতে বলা হয়, ‘ব্যাটলগ্রুপ নর্থের ইউনিটগুলো তাদের কৌশলগত অবস্থান উন্নত করেছে। তারা সুমি অঞ্চলের রাইঝেভকা, মোগ্রিতসা, ভারাচিনো, ইউনাকোভকা, ইয়াবলোনোভকা, লেনিনস্ক, পারশে ট্রাভনিয়া এবং আন্দ্রেয়েভকা বসতি এলাকায় দুটি যান্ত্রিক, একটি রেঞ্জার, দুটি বিমান হামলা ব্রিগেড, ইউক্রেনীয় বাহিনীর একটি আক্রমণ, বিমান হামলা রেজিমেন্ট এবং একটি প্রতিরক্ষা ব্রিগেডের জনবল এবং সরঞ্জামকে পরাজিত করেছে।’

এতে উল্লেখ করা হয়, একই দিন ‘খারকভ অঞ্চলের দেরগাচি, আম্বারনয়ে এবং ভোভচানস্কের বসতি এলাকায় যান্ত্রিক, আর্টিলারি ব্রিগেড এবং ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর একটি অ্যাসল্ট রেজিমেন্টের ইউনিট পরাজিত হয়েছে। ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী ৩টি সাঁজোয়া যুদ্ধযান, ১৭টি গাড়ি, ৩টি কামান এবং একটি ইসরায়েল-নির্মিত ‘RADA RPS-42’ রাডার স্টেশন হারিয়েছে।

‘ব্যাটলগ্রুপ ওয়েস্টের ইউনিটগুলো খারকভ অঞ্চলের কুপিয়ানস্ক, আলেকজান্দ্রোভকা, পেশানোয়ে, কোভশারোভকা, ভিশেয়ে সোলেনয়ে, দোনেৎস্ক গণপ্রজাতন্ত্রের নোভোসেলোভকা এবং ইয়ারোভায়া বসতি এলাকায় তিনটি যান্ত্রিক, অ্যাসল্ট ব্রিগেড, ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর একটি মানবহীন সিস্টেম রেজিমেন্ট এবং একটি ন্যাশনাল গার্ড ব্রিগেডের গঠনকে পরাজিত করে। শত্রুরা একটি ট্যাঙ্ক, একটি কানাডিয়ান-নির্মিত সিনেটর সাঁজোয়া কর্মী বাহক এবং একটি মার্কিন-নির্মিত সাঁজোয়া গাড়ি, সাতটি যানবাহন এবং দুটি ফিল্ড আর্টিলারি বন্দুক হারিয়েছে। পাঁচটি গোলাবারুদ ডিপো এবং চারটি ইলেকট্রনিক যুদ্ধ স্টেশন ধ্বংস করা হয়েছে।’

 

আজকের বাংলা তারিখ

September ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page