November 8, 2025, 2:34 pm
শিরোনামঃ
ঝিনাইদহের কালীগঞ্জের পুকুরিয়ার মাঠ থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার প্রাথমিকের শিক্ষক পদে আবেদন করতে পারবেন না ধূমপায়ীরা আগামীকাল রোববার থেকে সারাদেশে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা সাপের কামড়ের এন্টি ভেনম সব উপজেলায় পাঠাতে ওষুধ প্রশাসনের নির্দেশ গণভোট আগামী নির্বাচনের পর করতে হবে : বিএনপি নেতা আমীর খসরু দেশের রাজনীতি স্থিতিশীল থাকলে অর্থনীতি আরও ভালো চলবে : বাংলাদেশ ব্যাংকের গভর্নর গোপালগঞ্জে ২ হাজার ৮২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শীতের আগমনী বার্তার মাঝে চুয়াডাঙ্গায় খেজুরের রস সংগ্রহে গাছ প্রস্তুত করতে ব্যস্ত গাছিরা মাগুরা জেলা পরিষদের অর্থায়নে অসচ্ছল শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ বাংলাদেশ ও ড. ইউনূসসহ বিভিন্ন বিষয় নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাতের সাক্ষাৎকার
এইমাত্রপাওয়াঃ

শীতের আগমনী বার্তার মাঝে চুয়াডাঙ্গায় খেজুরের রস সংগ্রহে গাছ প্রস্তুত করতে ব্যস্ত গাছিরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : এখনও পুরোপুরি শীতের আমেজ না এলেও ভোর পাতায় পাতায় শিশির বিন্দু আর হালকা কুয়াশা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। চুয়াডাঙ্গায় শুরু হয়েছে খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি।

জেলার ৪ উপজেলার বিভিন্ন এলাকায় গাছিদের ব্যস্ততা এখন চোখে পড়ার মতো।

খেজুর গাছ প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন তারা। কার্তিক মাসে গাছ শুকানো, নল লাগানো শেষে রস সংগ্রহের জন্য গাছ প্রস্তুত করা হচ্ছে। এ পেশার সঙ্গে জেলায় ১০/১৫ হাজার কৃষক জড়িত বলে জানা গেছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চুয়াডাঙ্গা জেলায় বর্তমানে ২ লাখ ৭১ হাজার ৯৬০টি খেজুরের গাছ রয়েছে। প্রতিটি গাছের রস থেকে ১০/১২ কেজি গুড় উৎপাদন করা যায়। চলতি মৌসুমে ২ হাজার ৫শ টন খেজুরের গুড় উৎপাদনের লক্ষমাত্রা রয়েছে কৃষি বিভাগের।

স্থানীয়রা জানান, খেজুর রস আহরণের মধ্য দিয়েই গ্রামীণ জনপদে শীতের আগমনী বার্তার শুরু। বর্তমানে চলছে গাছ ঝোড়া ও পরিষ্কার করার কাজ। আর কয়দিন পর শীতের তীব্রতা বাড়লে শুরু হবে খেজুর গাছের বুক চিরে সুস্বাদু রস আহরণের মৌসুম। যেসব এলাকায় বেশি খেজুরের গাছ রয়েছে, সেখানে ইতোমধ্যে গাছিরা অস্থায়ী ঘাঁটি স্থাপন করেছেন। রস থেকে গুড় তৈরির জন্য খেজুর গাছের ডালপালা শুকিয়ে জ্বালানি হিসেবে সংগ্রহ করা হচ্ছে।
চুয়াডাঙ্গার পৌর এলাকার সাতগাড়ি গ্রামের গাছি শাহিন আলী বলেন, খেজুর রস সংগ্রহের জন্য প্রায় ১২০টি গাছ ঝোড়া ও পরিষ্কার করা শুরু করেছি। দুই সপ্তাহ পর খেজুর গাছে নালি বসানোর কাজ শুরু হবে। খেজুর গাছ একবার চাঁছলে তিন-চার দিন রস সংগ্রহ করা যায়। এরপর তিন দিন গাছ শুকাতে হয়। শুকনো গাছের রস সুমিষ্ট হয়। শীত যত বাড়বে, তত বেশি খেজুরের রস সংগ্রহ হবে। খেজুরের রস সংগ্রহ করে, সেই রস জাল দিয়ে পাটালি
ও গুড় তৈরি করা হয়। রস ও গুড় তৈরির কাজ শুরু হয়ে চলবে ফাল্গুন মাস জুড়ে।

গোপীনাথপুরের গাছি আসাদুল হোসেন বলেন, এই মৌসুমে রস সংগ্রহের জন্য আমি ৪০ টি খেজুর গাছ প্র¯‘ত করেছি। আর দশ দিন পরে গাছগুলোতে নালি দেওয়ার কাজ শুরু হয়ে যাবে। এর সপ্তাহ খানেক পর থেকেই গাছ থেকে রস সংগ্রহ করা যাবে। অর্থাৎ নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে গাছ থেকে রস সংগ্রহ করা যাবে।  একটি গাছ থেকে ১০/১২ কেজি গুড় উৎপাদন বলে আমি আশাবাদী। চুয়াডাঙ্গার ধুতুরহাট গ্রামের গাছি দেলোয়ার হোসেন বলেন, আমার ১৪০টি গাছ প্র¯‘ত করা শেষ। অগ্রহায়ণ মাসের শুরুর দিক থেকেই রস আহরণ করা শুরু হবে। প্রতিটি গাছ থেকে প্রায় ১২ কেজি গুড় উৎপাদন করা সম্ভব। এই বার শীত বেশি পড়লে গুড় উৎপাদন ভালো হবে। আমরা আমাদের খেজুরের গুড় গুলো পার্শ্ববর্তী সরোজগঞ্জ বাজারে বিক্রি করি।

জানা যায়, জেলার ঐতিহ্যবাহী গুড়ের হাট সরোজগঞ্জ বাজার। জেলার বিভিন্ন স্থান থেকে গাছিরা গুড় নিয়ে সরোজগঞ্জ বাজারে আসেন। নির্ভেজাল ভালো মানের গুড় বিক্রয়ে সরোজগঞ্জ বাজারের বেশ সুনাম রয়েছে। সামনে শীতকে কেন্দ্র করে সরোজগঞ্জ  হাটটিও প্রস্তুত করা হয়েছে। শিগগির হাটে উঠতে শুরু করবে খেজুরের গুড়। গতবছর চুয়াডাঙ্গায় ২২০/২৮০ টাকা দরে খেজুরের গুড় ও ৩০০ টাকা দরে পাটালি বিক্রি হয়েছিল।

চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার বলেন, জেলায় গতবছর গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হয়েছিল। এ বছর গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ হাজার ৫শ টন। শীতের তীব্রতা বাড়লে ভালো মানের গুড় উৎপাদনে সক্ষম হবেন গাছিরা। তবে গাছিদের খেয়াল রাখতে হবে যাতে খেজুরের রসে কোনো পাখি বা বাদুড় বসতে না পারে। এতে স্বাস্থ্যসম্মত ও ভালো মানের গুড় উৎপাদন করা যাবে।

আজকের বাংলা তারিখ

November ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০


Our Like Page