November 19, 2025, 3:03 pm
শিরোনামঃ
ঝিনাইদহে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা ঝিনাইদহের মহেশপুর পৌরসভার উন্নয়ন কাজে উপজেলা নির্বাহী অফিসারের মনিটরিং ঝিনাইদহের মহেশপুরে সড়কে ডাকাতি রোধে পুলিশের বিশেষ উদ্যোগ গ্রহণ মাগুরায় এসডিএফ এর আয়োজনে জেলা স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে প্যারেড অনুষ্ঠিত হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা সুষ্ঠু ভোটের জন্য আচরণবিধি মেনে চলা জরুরি : প্রধান নির্বাচন কমিশনার আমরা একটা ট্রানজিশনাল পিরিয়ডে আছি : বিএনপি মহাসচিব দেশের সব মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধের ঘোষণা কেউ ভোট হাইজ্যাক করতে চাইলে যুবক হয়ে বিস্ফোরিত হবো : জামায়াতের আমির দেশের মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১শ’৮৩ জন
এইমাত্রপাওয়াঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  গোপালগঞ্জের কোটালীপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

প্রণোদনা কর্মসূচির আওতায় আজ বুধবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগুফতা হক এসব কৃষি উপকরণ বিতরণ করেন।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায়, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মুক্তা মণ্ডল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দেবাশীষ দাস, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু তাহের হেলাল, উপসহকারী কৃষি কর্মকর্তাগণ, স্থানীয় সাংবাদিক, এসএপিপিও এবং বিভিন্ন গ্রামের কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায় বলেন, রবি মৌসুমে উফশী ও হাইব্রিড ধানের আবাদ বৃদ্ধি এবং উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ১৩০ জন কৃষকের প্রত্যেককে বিনামূল্যে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে। এছাড়াও উপজেলার আরও পাঁচ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে দুই কেজি করে হাইব্রিড জাতের বীজ বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, কৃষি প্রণোদনা কর্মসূচির মূল উদ্দেশ্য হলো কৃষকদের উৎপাদন ব্যয় কমানো, স্বল্প খরচে উন্নত জাতের ধানের আবাদ সম্প্রসারণ এবং উৎপাদনশীলতা বাড়িয়ে দেশের খাদ্য নিরাপত্তা জোরদার করা। সরকার কৃষকের পাশে আছে এবং থাকবে-এ কর্মসূচি তারই প্রমাণ।

উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের চিতশী গ্রামের কৃষক মহিউদ্দিন দাড়িয়া সরকারের এ উদ্যোগের প্রশংসা করে বলেন, ক্ষুদ্র কৃষকরা বিনামূল্যের সার ও বীজ পাওয়ায় রবি মৌসুমে তাদের চাষাবাদ আরও প্রসারিত হবে এবং উৎপাদন খরচ কমবে।
বীজ ও সার বিতরণ শেষে প্রধান অতিথি ইউএনও সাগুফতা হক বলেন, কৃষকই দেশের প্রাণ, কৃষিই আমাদের অর্থনীতির ভিত্তি। কোটালীপাড়ার কৃষকেরা খাদ্যশস্য উৎপাদনে যে ভূমিকা রাখছেন, তা শুধু উপজেলার চাহিদাই পূরণ করছে না-জাতীয় পর্যায়েও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করছে। শস্য উৎপাদনে কৃষকেরা যেন আরও সচেতন, উদ্যমী ও প্রযুক্তিনির্ভর হন সে বিষয়ে সরকার সব সময় কাজ করছে।

আজকের বাংলা তারিখ

November ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০


Our Like Page