অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেনমেয়ার ঘোষণা করেছেন যে, বার্লিন এবং মস্কো এখন পরস্পরের বিরোধী দেশ। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের কথা উল্লেখ করে তিনি বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক পুনর্মূল্যায়নের ক্ষেত্রে এটিই কারণ এবং রাশিয়াকে নিয়ে পুরনো স্বপ্নে ফেরার কোনো সুযোগ নেই।
গতকাল (শুক্রবার) জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে স্টেইনমেয়ার বলেন, রাশিয়া একটি চরম মুহূর্তেতে ইউক্রেনে স্বাভাবিক অভিযান চালিয়েছে। তিনি স্বীকার করেন, তার দেশের বহু মানুষ রাশিয়ার সঙ্গে সম্পর্কযুক্ত মনে করে এবং জার্মানির লোকজন রাশিয়ার সঙ্গীত এবং সাহিত্য ভালোবাসে কিন্তু নতুন বাস্তবতা হচ্ছে পুরনো কোনো স্বপ্নে এখন আর জায়গা নেই।
স্টেইমেয়ার বলেন, আমাদের দেশগুলো এখন পরস্পরের বিরোধী। তিনি দাবি করেন জার্মানি সঙ্ঘাতে জড়িত তবে যুদ্ধক্ষেত্রে নেই। একই সঙ্গে তিনি বলেন, ইব্রাহিম যুদ্ধে আরও কোন দেশের জড়িত হয়ে পড়া ঠেকাতে হবে।
Leave a Reply