অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পারমাণবিক অস্ত্র ব্যবহারের জন্য রাশিয়া প্রস্তুতি নিচ্ছে বলে কোনও ইঙ্গিত নেই বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার হোয়াইট হাউজের মুখপাত্র জন কিরবি একথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের উদ্ধৃত করে এক প্রতিবেদনে দাবি করেছে রাশিয়ার কর্মকর্তারা পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয় আলোচনা করছেন। এই বিষয়ে নির্দিষ্ট মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন হোয়াইট হাউজের মুখপাত্র।
জন কিরবি বলেন, আমরা স্পষ্ট করেছি যে, সম্ভাব্য পারমাণবিক অস্ত্র ব্যবহারে রাশিয়ার মন্তব্য গভীর উদ্বেগের। আমরা এগুলোকে গুরুত্বের সঙ্গে নিচ্ছি।
তিনি বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি পর্যবেক্ষণ অব্যাহত রাখতে। রাশিয়া যে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে এখন পর্যন্ত আমরা তেমন কোনও ইঙ্গিত পাইনি।
নিউ ইয়র্ক টাইমস-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রাশিয়ার কয়েকজন সিনিয়র সামরিক নেতা এক কথোকপকথনে আলোচনা করেছেন কখন ও কীভাবে ইউক্রেনে ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। এতে করে ওয়াশিংটন ও মিত্র দেশগুলোতে উদ্বেগ বেড়েছে। এই খবরের সূত্র হিসেবে সংবাদমাধ্যমটি একাধিক সিনিয়র মার্কিন কর্মকর্তার কথা উল্লেখ করেছে।
এতে দাবি করা হয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই কথোপকথনে ছিলেন না।