বশির আলমামুন, চট্টগ্রাম : চট্টগ্রামের ভোগ্যপণ্যের বৃহত্তর পাইকারী বাজার চাক্তাই-খাতুনগঞ্জে ভোজ্যতেলের বাজার আবারও অস্থির হয়ে উঠেছে। ডিও বেচাকেনা হঠাৎ করেই যেন হাহাকার অবস্থা চলছে। গত দুইদিনের ব্যবধানে মণ প্রতি প্রায় দুশ টাকা পর্যন্ত বেড়েছে ভোজ্যতেলের। ডলার সল্পতা ও বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম বৃদ্ধির অজুহাতে দিনভর অস্থির ছিল ডিও বেচাকেনা। এর সাথে সমান ভাবে পাল্লা দিয়ে বেড়ে গেছে ভোগ্যপণ্যের দামও। এতে দিশেহারা হয়ে পড়েছে পাইকারী ও খুচরা বিক্রেতারা।
চাক্তাই-খাতুনগঞ্জ আড়তদার ও ব্যবসায়ী সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘ডিও ব্যবসায়ীদের কারসাজিতে বাজার অস্থির হয়ে পড়েছে। নতুন এলসি (ঋণপত্র) খোলায় ব্যাংকে ডলার স্বল্পতা ও বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম বাড়ানোর অজুহাতে হঠাৎ করেই বাজার উর্ধ্বমুখী হয়ে উঠেছে।’
বৃহস্পতিবার (৩ নভেম্বর) খাতুনগঞ্জ ঘুরে দেখা যায়, সকাল থেকেই পামঅয়েলের ডিও উত্থান-পতন করছে। মধ্যস্বত্বভোগীরাই বাজারে ঘুরেফিরে ডিও বেচাকেনা করছেন। সকালে ৪ হাজার ৬শ বা ৪ হাজার ৬৫০ টাকা থেকে দফায় দফায় বেড়ে ৪ হাজার ৭৩০ টাকায় পৌঁছে যায়। আবার বাকিতে তারচেয়ে বেশি দামে বিক্রি হয়। কিন্তু সন্ধ্যা ঘনিয়ে আসতেই বাজারে পতন ঘটে। মণ প্রতি (৩৭ দশমিক ৩২০ কেজি) বিক্রি হয় চার হাজার ৬৮০ টাকা দরে। একই অবস্থা সয়াবিন তেলেও। সয়াবিন তেলের ডিও বাড়তে বাড়তে ছয় হাজার ৬৭০ টাকায় ঠেকে। বাকিতে আবার তারও বেশি দামে বিক্রি হয়। সন্ধ্যায় তা কমে ছয় হাজার ৫৫০ টাকায় বিক্রি হয়। দাম আরও বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ব্যবসায়ীরা। খাতুনগঞ্জে ভোজ্যতেলের বড় ব্যবসায়ী মো. আলমগীর পারভেজ বলেন, ‘ডলারের দামবৃদ্ধি ও বিশ্ববাজারে বুকিং দর বেড়ে যাওয়ার কারণে ভোজ্যতেলের দাম বেড়েছে।’ বিশ্ববাজারে মণ প্রতি দু-আড়াইশ ডলার দাম বেড়েছে উল্লেখ করে আলমগীর পারভেজ বলেন, এর প্রভাব পড়েছে পাইকারি বাজারে। তিনি বলেন, বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম কমানোর প্রভাবে দেশীয় বাজারেও পামঅয়েলের দাম মণ প্রতি ৩২০০-৩৫০০ টাকা পর্যন্ত নেমেছিল।
এদিকে ভোজ্যতেলের সাথে পাল্লা দিয়ে খাতুনগঞ্জের পাইকারী বাজারে বাড়ছে সব ভোগ্যপণ্যের দাম । চিনির দাম বেড়েছে আগেই। এখন এ তালিকায় যুক্ত হয়েছে পেঁয়াজ, আদা, রসুন এবং গরম মসলার দাম। ব্যবসায়ীরা বলছেন, বিশ^বাজারে বাজারে ভোগ্যপণ্যের বুকিং দর বাড়তি। তাই বাজার চড়া। এছাড়া বাণিজ্যিক ব্যাংকগুলো এলসি খোলার অনুমতিও কম দিচ্ছে। একইদিন খাতুনগঞ্জে খোঁজ নিয়ে জানা যায়, এক সপ্তাহের ব্যবধানে পাইকারীতে প্রতিমণ চিনির দাম ১ হাজার ১৮০ টাকা বেড়ে গিয়ে এখন বিক্রি হচ্ছে ৩ হাজার ৬৮০ টাকায়। মশুর ডাল কেজিতে ২ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৯২ টাকা, মটর ডাল কেজিতে ৩ টাকা বেড়ে ৬০ টাকা। অন্যদিকে ভারতীয় গম মণ প্রতি ৮০ টাকা বেড়ে বর্তমানে বিক্রি হচ্ছে ১ হাজার ৬৫০ টাকায়। এছাড়া এলাচ কেজিতে ৮৫ টাকা বেড়ে ১ হাজার ২৬৫ টাকা, দারচিনি ২০ টাকা কমে ৩০০ টাকা, লবঙ্গ কেজিতে ১০০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১ হাজার ৮০ টাকা এবং চিকন জিরা ২০ টাকা বেড়ে গিয়ে বিক্রি হচ্ছে ৪৬০ টাকায়। এছাড়া পেঁয়াজের দাম কেজিতে ১২ টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে ৪৮ টাকা এবং আদা কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৪০ টাকা। হলুদ কেজিতে ২০ টাকা বেড়ে ১৩০ টাকা এবং ভারতীয় মরিচ কেজিতে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪৬০ টাকায়।
এদিকে খাতুনগঞ্জের এক আমদানিকারক নাম প্রকাশ না করার শর্তে বলেন, মাঝখানে ডলারের বাজার অস্থির হওয়ার কারণে এখনো ঋণপত্র (এলসি) খুলেনি। তবে এখন ডলারের কিছুটা কমার ফলে ব্যবসায়ীরা পণ্য আমদানির জন্য এলসি খুলতে চাইলে ব্যাংকগুলো থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে না। এলসি খোলার অনুমতি না পাওয়ায় অনেকে পর্যাপ্ত ভোগ্যপণ্যের আমদানি করতে পারছেন না। জানতে চাইলে চাক্তাই খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন বলেন, বর্তমানে বিশ^বাজারে বাজারে বুকিং দর বেড়েছে। এছাড়া ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতির কারণে কৃষ্ণ সাগর দিয়ে খাদ্য শস্য পরিবহন কমে গেছে। অপরদিকে বাণিজ্যিক ব্যাংকগুলো এলসিও কম দিচ্ছে। এসব বিষয়ে কারণে মূলত বাজার চড়া।
সিআইইউ রোবটিক্স ক্লাবের কর্মশালা অনুষ্টিত
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের তরুণদের মধ্যে উৎসাহ বাড়াতে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) গঠিত হলো ‘সিআইইউ রোবটিক্স ক্লাব’। সম্প্রতি নগরের জামালখান ক্যাম্পাসে এ ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো পরপর তিনটি কর্মশালা। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা ও সিআইইউর কমপিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আসিফ ইকবাল। তিনি খুব সহজভাবে ব্যবহারিক ক্লাসের মাধ্যমে রোবট বিষয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। এ সময় আরডুইনো ইউনো, ওপেন সোর্স মাইক্রোকন্ট্রোলার বোর্ড, সেন্সরের ব্যবহারসহ একাধিক বিষয় ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষার্থীদের কাছে তুলে ধরেন।
তাহসিন তাসনিম মিম নামের একজন শিক্ষার্থী বলেন, চতুর্থ শিল্প বিপ্লব এগিয়ে যাচ্ছে। পুরো বিশ্বের রোবট নিয়ে তাই স্বপ্নটা একটু বেশি। সিআইইউতে এই ধরনের রোবট ক্লাব কার্যক্রম আগামীতে ভালো কিছু করার অনুপ্রেরণা জোগাবে।
চট্টগ্রামে ৩৫ কেজি গাঁজার চালানসহ যুবক গ্রেপ্তার
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থেকে ৩৫ কেজি গাঁজাসহ মো. রাসেল (২২) নামে এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২ নভেম্বর) রাত পৌনে ১২টায় নগরীর কোতোয়ালী থানাধীন ব্রয়লার কলোনি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষযটি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির। তিনি বলেন, ‘এক গাঁজা ব্যবসায়ী ব্রয়লার এভিনিউ কলোনি এলাকায় গাঁজা বিক্রির জন্য অপেক্ষা করছে বলে জানতে পারি। এমন তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার রাত পৌনে ১২টায় অভিযান চালিয়ে কুখ্যাত গাঁজা ব্যবসায়ী রাসেলকে ৩৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।’
তিনি আরও বলেন, ‘কুমিল্লা থেকে পাইকারিভাবে গাঁজা ক্রয় করে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় খুচরা মূল্যে বিক্রয় করা হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। তার বিরুদ্ধে মাধক আইনে মামলা দায়ের করা হয়েছে।
চট্টগ্রামে ২ হাজার ইয়াবা নিয়ে হিজড়া গ্রেফতার
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম নগরীর থেকে দু’হাজার ইয়াবাসহ পিংকী (২৬) নামে এক হিজড়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় নগরীর চান্দগাঁও খেজুরতলা রেলগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে রাঙ্গুনিয়ার নতুন গ্রাম এলাকার মৃত গুরা মিয়ার সন্তান।
বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুর রহমান। তিনি বলেন, বসতঘরে অভিযান চালিয়ে দু’হাজার ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা এনে নগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করতো। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
হিমাদ্রী হত্যা মামলা: কুকুর লেলিয়ে দেয়া তিন আসামির সাজা হাইকোর্টে বহাল
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে হিমাদ্রী মজুমদারকে হত্যার মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত তিন আসামির সাজা বহাল রেখেছেন হাইকোর্ট। তবে বিচারিক আদালতে মৃত্যুপ্রাপ্ত অপর দুই আসামিকে খালাস দিয়েছেন আদালত। পাঁচ জনের ডেথ রেফারেন্স ও আপিল আবদেনের ওপর শুনানি শেষে বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদন্ড বহাল থাকা তিন আসামি হলো মাহাবুব আলী ড্যানি, জুনায়েদ রিয়াদ ও জাহিদুল ইসলাম শাওন। খালাস পাওয়া আসামিরা হলো শাহাদাত হোসেন ও শাহ সেলিম ওরফে টিপু। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল জাহিদ আহমেদ হিরো। এর আগে চট্টগ্রামের পাঁচলাইশ এলাকার সামার ফিল্ড স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে ২০১২ সালের ২৭ এপ্রিল হিমাদ্রীকে ধরে নিয়ে যায় আসামিরা। হিমাদ্রী ওই স্কুল থেকে ‘এ’ লেভেল পাস করেন। আসামিরা তাকে ধরে পাঁচলাইশ এলাকায় রিয়াদের বাবা ব্যবসায়ী টিপুর বাড়ির ছাদে নিয়ে যায়। সেখানে আটকে রেখে মারধরের পর হিংস্্র কুকুর লেলিয়ে ও ধাক্কা দিয়ে তাকে ফেলে দেওয়া হয়। হাসপাতালে ২৬ দিন চিকিৎসা নেওয়ার পর একই বছরের ২৩ মে হিমা দ্রীর মৃত্যু হয়।
ওই হত্যার ঘটনায় তার মামা প্রকাশ দাশ বাদী হয়ে পাঁচলাইশ থানায় এ হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ২০১২ সালের ৩০ অক্টোবর পাঁচ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।
বিচার শেষে ২০১৬ সালের ১৪ আগস্ট পাঁচ আসামিকে মৃত্যুন্ডাদেশ দেন চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. নুরুল ইসলাম। আসামিদের মধ্যে জুনায়েদ ও জাহিদুল পলাতক। পরে নিয়ম অনুসারে আসামিদের মৃত্যুদন্ডাদেশ অনুমোদনের জন্য নথি হাইকোর্টে আসে। পাশাপাশি আসামিরা জেল আপিল করেন।
সিভাসু’তে সপ্তাহব্যাপী আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালা শুরু আগামীকাল
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘পোষাপ্রাণীর পুষ্টি এবং ছোট প্রাণীর প্রজনন বিষয়ে সপ্তাহব্যাপী আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালা’ (International training workshop on companion animal nutrition and small animal reproduction)|
শুক্রবার (০৪.১১.২০২২) সকাল সাড়ে ৯টায় সিভাসু অডিটোরিয়ামে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থাকবেন একুশে পদকপ্রাপ্ত সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাদ্রাজ ভেটেরিনারি কলেজের (এমভিসি) ডিন ড. আর. করুণাকরণ (উৎ. জ. কধৎঁহধশধৎধহ), সিভাসু’র ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর হোসেন, পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. এ. কে. এম. সাইফুদ্দিন এবং মেডিসিন ও সার্জারি বিভাগের প্রধান প্রফেসর ড. আজিজুন্নেসা। সভাপতিত্ব করবেন সিভাসু’র পরিচালক (ভেটেরিনারি ক্লিনিক্স) প্রফেসর ড. মো: রায়হান ফারুক। স্বাগত বক্তব্য রাখবেন কর্মশালা আয়োজক কমিটির সভাপতি ও সিভাসু’র মেডিসিন ও সার্জারি বিভাগের প্রফেসর ড. ভজন চন্দ্র দাস।
সিভাসু এবং সিভাসু’র ঢাকাস্থ টিচিং অ্যান্ড ট্রেনিং পেট হসপিটাল ও রিসার্চ সেন্টারে অনুষ্ঠিতব্য উক্ত কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত থাকবেন মাদ্রাজ ভেটেরিনারি কলেজের (এমভিসি) ডিন ড. আর. করুণাকরণ (উৎ. জ. (Dr. R. Karunakaran), এবং এমভিসি’র পরিচালক (ক্লিনিক্স) ড. টি. সাথিয়ামূর্তি (উৎ. ঞ. (Dr. T. Sathiamoorthy)|।
সপ্তাহব্যাপী কর্মশালায় সিভাসু’র ডিভিএম-৪০২ (ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন) ব্যাচ, এমএস এবং পিএইচডি’র শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে।
Leave a Reply