অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বরিশালের উজিরপুরে হারতা ইউনিয়নের কালবিলা গ্রামে মা ও বাবাকে মারধর ও জুতাপেটা করার অভিযোগে দুই ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার শ্যামল মন্ডল ও অমল মন্ডলকে সোমবার (১৪ নভেম্বর) দুপুরে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠান। তারা দিনমজুর বিষেশ্বর মন্ডলের ছেলে।
উজিরপুর মডেল থানার ওসি কামরুল আহসান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রবিবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন স্বরস্বতী মন্ডল বাদী হয়ে তিন ছেলে এবং পুত্রবধূকে আসামি করে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর তার দুই ছেলেকে গ্রেফতার করা হয়। তবে পালিয়ে গেছে মেঝ ছেলে বিমল ও বড় ছেলের স্ত্রী মুক্তা মন্ডল। তাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে বাদী স্বরস্বতী মন্ডল এখনও হাসপাতালে চিকিৎসাধীন।
হাসপাতালে চিকিৎসাধীন স্বরস্বতী বলেন, বিভিন্ন সময় অমলের স্ত্রী মুক্তার সঙ্গে বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে। এ কারণে প্রায়ই দুই পক্ষ থেকে বিচার দেওয়া হলে ছেলেরা আমাকেই মারধর করতো। সর্বশেষ ১১ নভেম্বর সন্ধ্যায় মুক্তা আমার বিরুদ্ধে স্বামী ও দেবরদের কাছে নালিশ করে। এ সময় বড় ছেলেকে জানাই মুক্তার সঙ্গে শ্যামল ও বিমলের সম্পর্ক রয়েছে। পরে তিন ছেলে ও মুক্তা মিলে বেদম মারধর করতে করতে ঘর থেকে বাইরে নিয়ে আসে। এ সময় আমার স্বামী এগিয়ে এলে তাকেও মারধর করে ছেলেরা। এক পর্যায়ে তারা আমাকে বাড়ির সামনের সড়কে ফেলে রেখে যায়। বাড়িতে গেলে আবারো মারধর করবেও বলে হুমকি দেয়।
স্থানীয়রা জানান, ঘটনার পর স্বরস্বতীকে প্রতিবেশীরা উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেন। ছেলেদের মারধরের ভয়ে তিনি আর বাড়ি ফিরতে চান না বলেও জানান।
বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। পরে স্বরস্বতী বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ ওই তার দুই ছেলেকে গ্রেফতার করে।
Leave a Reply