অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশে প্রতিরক্ষাসামগ্রী রফতানি করতে চায় জাপান। এই মুহূর্তে মোবাইল রাডার সিস্টেম বিক্রি করার জন্য জাপানের একটি কোম্পানি আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।
সোমবার (১৪ নভেম্বর) সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত মিট দি অ্যাম্বাসেডার অনুষ্ঠানে তিনি একথা বলেন।
তিনি বলেন, প্রতিরক্ষাসামগ্রী রফতানির ওপর যে নিষেধাজ্ঞা ছিল সেটি জাপান তুলে নিয়েছে। আসিয়ান অঞ্চলের কয়েকটি দেশের সঙ্গে আমরা ইতোমধ্যে চুক্তি করেছি।
এখন আমরা যেটি করতে চাইছি সেটি হচ্ছে বাংলাদেশ ও জাপানের মধ্যে একটি অ্যারেঞ্জমেন্ট—যার মাধ্যমে জাপানিজ কোম্পানি এখানে প্রতিরক্ষাসামগ্রী রফতানি করতে পারে বলে জানান রাষ্ট্রদূত।
তিনি বলেন, এখন আমরা মোবাইল রাডার সিস্টেম বিক্রি করতে চাইছি। জাপানের একটি কোম্পানি ফিলিপিন্সের বিমানবাহিনীর কাছে ওই সিস্টেম বিক্রি করেছে। এখন তারা এখানে এটি বিক্রি করতে চায়।
একটি পণ্যও যদি জাপান রফতানি করতে পারে তবে দুইদেশের প্রতিরক্ষা সম্পর্ক ভিন্ন রূপ পাবে বলে তিনি জানান।
দ্বিপক্ষীয় সম্পর্কের কাঠামো
প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ মাসে জাপান সফরে দ্বিপক্ষীয় অর্থনৈতিক কাঠামো গঠনের বিষয়ে আলোচনা হবে।
রাষ্ট্রদূত বলেন, দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি কাঠামোর প্রয়োজন আছে। আমরা মুক্তবাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠার থেকে সমন্বিত অংশীদারিত্ব বেশি অগ্রাধিকার দিচ্ছি কারণ এটি মুক্তবাণিজ্য অঞ্চল কাঠামোর থেকে বড়।
স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে যাওয়ার পরে বেসরকারি খাতের গুরুত্ব বৃদ্ধি পাবে কারণ তারা বিনিয়োগ করবে। বেসরকারি খাতকে উৎসাহিত করার জন্য সমন্বিত অংশীদারিত্ব অথবা মুক্ত বাণিজ্য অঞ্চল কাঠামো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি জানান।
তিনি বলেন, জাপানের একজন বিনিয়োগকারীর দৃষ্টিতে এদেশে যেসব চ্যালেঞ্জ আছে সেগুলো যদি আলোচিত হয় তবে এখানকার সরকারের জন্য সিদ্ধান্ত গ্রহণ করতে সুবিধা হবে।
Leave a Reply