November 27, 2025, 7:21 am
শিরোনামঃ
ওসিদের নিয়োগও লটারির মাধ্যমে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা যারা নির্বাচন ঠেকাতে চাইবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা : সিইসি রীপার ভিডিও বক্তব্য প্রচারের বিষয়ে অধ্যাপক আলী রীয়াজের বিবৃতি রাজধানীতে ৩ শত ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করেছে রাজউক ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্যে ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ ; ক্যাডার পদে ১৭৫৫ ; নন-ক্যাডার ৩৯৫ জন রাজশাহীতে চিনির সঙ্গে রং মিশিয়ে তৈরি হচ্ছিল খেজুর গুড় ; ৫ কারখানায় অভিযান মাগুরার একজন রাজনৈতিক নেতার কারণে ১৮ দিন গৃহবন্দি মাদ্রাসা শিক্ষিকা ; প্রশাসনের হস্তক্ষেপ কামনা পরিবেশ অধিদপ্তরের অভিযানে ধামরাইয়ে ৭টি ইটভাটায় অভিযানে ১৫ লাখ টাকা জরিমানা পিরোজপুরে দুর্যোগে করণীয় বিষয়ে ফায়ার সার্ভিসের কর্মশালা
এইমাত্রপাওয়াঃ

সব কাজের কাজী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আদিবাসীদের নয়নের মনি বিরসা মুন্ডার জন্মদিনে নিজ হাতে চপ ভেজে কাগজে মুড়িয়ে বিক্রি করে স্থানীয়দের মন জেতার চেষ্টা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

মঙ্গলবার (১৫ নভেম্বর) ঝাড়গ্রামের বেলপাহাড়িতে প্রশাসনিক বৈঠকের পর আদিবাসী গ্রামটিতে হাজির হন তৃণমূল সুপ্রিমো। তাদের নানা অভিযোগ শুনে রওয়ানা দেন তিনি। হঠাৎ পথ চলতে চলতে ঢুকে পড়েন চায়ের দোকানে। সেখানে নিজ হাতে চপ ভেজে তেল ছেঁকে কাগজে মুড়িয়ে বিক্রি করেন মমতা।

মুখ্যমন্ত্রী প্রায়ই চপ ভেজে আয় করার কথা বলে থাকেন। মমতার সেই পরামর্শকে কটাক্ষ করতে দেখা গেছে বিরোধী দলগুলোকে। তবে কোনো সমালোচনার তোয়াক্কা না করে এবার নিজেই চপ ভাজলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

এদিন পশ্চিম মেদিনীপুরের এক চা-চপ বিক্রেতার সঙ্গে হাত লাগান মমতা। মুখ্যমন্ত্রীকে দেখতে দোকানের সামনে ভিড় করেন মানুষেরা। নিজ হাতে ঝাঁঝরি নিয়ে চপ ভেজে, তেল ছেঁকে, কাগজে মুড়ে তাদের হাতে তুলে দেন মমতা ব্যানার্জী। সবাই ঠিকমতো পেলেন কি না সেই খোঁজও নেন তৃণমূল নেত্রী। এসময় দোকানের এক কোণে থাকা চকলেটের কৌটা নিয়ে দাঁড়িয়ে থাকা শিশুদের হাতে চকলেট তুলে দেন মমতা।

এদিকে, পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহল সফরে গেছেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেছেন, আগামী বছর পঞ্চায়েত নির্বাচন। তার আগেই ভোট পাওয়ার আশায় মুখ্যমন্ত্রীর এই জঙ্গলমহলের সফর। আমরা জঙ্গলমহলে এসে দেখে গেলাম এখানকার রাস্তাঘাটের অবস্থা কতটা বেহাল। জঙ্গলমহলের মানুষ ঠিকভাবে সুপেয় পানি পায় না, প্রধানমন্ত্রীর আবাস যোজনার বাসা পায় না, ১০০ দিনের টাকা ঠিকভাবে পায় না। সবকিছু থেকেই বঞ্চিত জঙ্গলমহলের বাসিন্দারা। শুধু আদিবাসী জনগোষ্ঠীর মন জয়ের আশায় এই সফর করেছেন মুখ্যমন্ত্রী মমতা।

 

 

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page