অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার পূর্ব সাইবেরিয়ার চিতা শহরের মেয়র আলেকজান্ডার সাপোঝনিকভ পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি ইউক্রেন যুদ্ধে স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দেয়ার জন্য নিজের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন।
সামাজিক যোগাযোগের মাধ্যমে দেয়া এক পোস্টে গতকাল (সোমবার) তিনি বলেন, “বিমান বাহিনীর একজন সাবেক সদস্য হিসেবে আমি দেশের এই ক্রান্তিকালে যুদ্ধক্ষেত্র থেকে দূরে থাকতে পারি না, যে যুদ্ধের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে।”
২০১৯ সাল থেকে সাপোঝনিকবভ চিতা শহরের মেয়র হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। শহরটি বৈকাল হ্রদ থেকে ৩৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।
সরকারি তথ্য অনুসারে, সাপোঝনিকভ ১৯৯৪ থেকে ‘৯৬ সাল পর্যন্ত রাশিয়ার বিমান বাহিনীতে কাজ করেছিলেন। সে সময় তিনি উত্তর ককেশাস অঞ্চলে যুদ্ধে যোগ দেন এবং আহত হন। এরপরও তিনি সামরিক বাহিনীতে চাকরি অব্যাহত রাখেন এবং ২০০৯ সাল পর্যন্ত তিনি চাকরিতে ছিলেন। এরপর শারীরিক অসুস্থতার কারণে তিনি পদত্যাগ করেন। ২০১৪ সাল পর্যন্ত তিনি বিভিন্ন সরকারি দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তার বয়স ৪০ এর কোঠায়।
এর আগে থেকেই রাশিয়ার বেশ কয়েকজন কর্মকর্তা এবং এমপি স্বেচ্ছায় পদত্যাগ করে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিয়েছেন।
Leave a Reply