বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় দেশীয় অস্ত্র ও টাকাসহ তাদের আটক করেন মাওয়া কোস্টগার্ডের সদস্যরা।
সাজাপ্রাপ্তরা হলো—মো. সোহেল বেপারী ও মো. কুরবান আলী।
মাওয়া কোস্টগার্ডের পিও (সিডি) বুলবুল আহমেদ বলেন, ‘বেলা সাড়ে ১১টার দিকে লৌহজং উপজেলার পদ্মা নদীতে তিন জন ট্রলার করে বাল্কহেড থেকে চাঁদা তুলছিলেন। এ সময় আমরা তাদের ধাওয়া করি। পরে গাওদিয়া চরে তাদের ব্যবহৃত ট্রলার রেখে পালিয়ে যাওয়ার সময় দুই জনকে আটক করা হয়। তাদের মধ্যে একজন পালিয়ে গেছে। ওই ট্রলার থেকে দেশীয় অস্ত্র, লাঠি ও চাঁদাবাজির ৯ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়েছে। পরে লৌহজং এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াস শিকদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।’
ইলিয়াস শিকদার জানান, পদ্মা নদীতে চাঁদা তোলার সময় দুই জনকে আটক করেন কোস্টগার্ডের সদস্যরা। পরে তাদের ঠয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
Leave a Reply