অনলাইন সীমান্তবাণী ডেস্ক : উত্তর কোরিয়ার সমরাস্ত্র কর্মসূচির সঙ্গে জড়িত তিনজন শীর্ষস্থানীয় কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। পিয়ং ইয়ং সর্বশেষ ও সর্ববৃহৎ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর এ নিষেধাজ্ঞা আরোপ করা হলো।
উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন চলতি সপ্তাহের গোড়ার দিকে তার দেশের সমরাস্ত্র ও ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচিতে জড়িত কয়েক ডজন সামরিক কর্মকর্তাকে সংবর্ধনা জানান। গত সপ্তাহে জাপান ও দক্ষিণ কোরিয়ার বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে এ খবর বের হয় যে, উত্তর কোরিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম পরীক্ষা করেছে।
গতকাল (বৃহস্পতিবার) মার্কিন অর্থ মন্ত্রণালয় ঘোষণা করে, এটি উত্তর কোরিয়ার সমরাস্ত্র কর্মসূচিতে জড়িত তিন শীর্ষস্থানীয় কর্মকর্তার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের সন্ত্রাসবাদ বিষয়ক আন্ডার-সেক্রেটারি ব্রায়ান নেলসক এক বিবৃতিতে জানান, উত্তর কোরিয়ার সমরাস্ত্র কর্মসূচি তত্ত্বাবধানকারী কর্মকর্তা জন ইল হো এবং ইউ জিনকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। নিষেধাজ্ঞার শিকার অপর কর্মকর্তা হলেন উত্তর কোরিয়ার সেনাবাহিনীর পলিটিক্যাল ব্যুরোর সাবেক পরিচালক কিম সু গিল।
নিষেধাজ্ঞার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা উত্তর কোরিয়ার এসব কর্মকর্তার সম্ভাব্য সম্পদ জব্দ করা হবে এবং তাদের সঙ্গে কেউ আন্তর্জাতিক লেনদেন করতে পারবেন না। তবে সাধারণত আমেরিকায় উত্তর কোরিয়ার কোনো কর্মকর্তার কোনো সম্পদ না থাকায় এ ধরনের নিষেধাজ্ঞাকে প্রতীকি হিসেবেই বিবেচনা করা হয়।
Leave a Reply