অনলাইন সীমান্তবাণী ডেস্ক : করোনার কারণে দুই বছর বন্ধের পর গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হয়েছে ৩ দিনব্যাপী জোড় ইজতেমা।
বিশ্ব ইজতেমার প্রস্তুতিমূলক সভা হিসেবে পরিচিত এ জোর ইজতেমায় এক থেকে তিন চিল্লা সমাপ্তকারি মুসল্লিরাই অংশ নিয়ে থাকেন।
বিশ্ব ইজতেমা মাঠে আজ শুক্রবার থেকে শুরু হওয়ার কথা থাকলেও বৃহস্পতিবার থেকেই এর বয়ান শুরু হয়েছে।
জোর ইজতেমার মোনাজাত শেষে বিভিন্ন ভাগ হয়ে তারা দেশ-বিদেশে দ্বীনের দাওয়াত দিতে বেড়িয়ে যাবেন মুসল্লিরা। পরে আবার মূল ইজতেমায় যোগ দিবেন তারা।
জানা গেছে, জোর ইজতেমায় আগত মুসল্লিদের মধ্য থেকে অনেকেই থেকে যাবেন বিশ্ব ইজতেমা মাঠের নানা ধরনের প্রস্তুতিমূলক কাজের জন্য।
Leave a Reply