স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের শাহাজ উদ্দীন নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের বহু প্রতিক্ষিত একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে।
আজ ৪ জানুয়ারী বুধবার সকালে ঝিনাইদহ-৩ আসনের এমপি শফিকুল আজম খান চঞ্চল ফলক উন্মেচনের মাধ্যমে শাহাজ উদ্দীন নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করেন।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শাহাজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বাঁশবাড়ীয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক, বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু, সাবেক চেয়ারম্যান গোলাম কাদের, সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ইন্তাদুল ইসলাম ইন্তা, ভৈরবা আলীম মাদ্রাসার অধ্যক্ষ নুর মোহাম্মদ ও শিক্ষক মনজুর রহমান।
এর পুর্বে ফলক উন্মোচন ও মোনাজাতের মাধ্যমে বিদ্যালয়টির একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করেন এমপি শফিকুল আজম খান চঞ্চল।
পরে বিকালে মহেশপুর সরকারী ডিগ্রী কলেজের সামনের থেকে যোগীহুদা গ্রামের রাস্তার পীচকরণ কাজের উদ্বোধন করেন এমপি চঞ্চল।
Leave a Reply