অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বন্দুক হামলার ঘটনা যুক্তরাষ্ট্রে নতুন কিছুনা। প্রতিনিয়তই দেশটির নানা অঙ্গরাজ্য থেকে বন্দুক হামলার খবর আসে। তবে ভার্জিনিয়ার একটি ঘটনা তাজ্জব করবে সবাইকে। ৬ বছরের শিশুর গুলিতে আহত হয়েছে তারই শিক্ষক!
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে শুক্রবার একটি প্রাথমিক বিদ্যালয়ে ছয় বছর বয়সের এক বালকের গুলিবর্ষণে এক শিক্ষক মারাত্মকভাবে আহত হয়েছেন। উপকূলীয় নিউপোর্ট নিউজ নগরীর রিচনেক প্রাথমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটেছে। তবে ওই শিক্ষক ছাড়া অন্য কেউ আহত হয়নি।
পুলিশ প্রধান স্টিভ ড্রু সাংবাদিকদের বলেছেন, ৩০ বছর বয়সী ওই নারী শিক্ষকের আঘাত এতটাই গুরুতর মনে হয়েছিল যে তার প্রাণনাশের শঙ্কা করছিলেন চিকিৎসকরা। তবে পরবর্তীতে তিনি ক্রমেই সুস্থ হওয়ার পথে এবং শিশুটিকে হেফাজতে রাখা হয়েছে। বাকিদের নিরাপত্তার জন্য একটি জিমনেসিয়ামে স্থানান্তরিত করা হয়েছিল।
তিনি আরো বলেন, ‘এটি কোন দুর্ঘটনাবশত: গুলি বের হয়ে যাওয়ার ঘটনা ছিল না। ৬ বছরের শিশুর কাছে হ্যান্ডগানটি কীভাবে আসলো তার কোনো যৌক্তিক কারণ আমরা পাইনি। পুলিশের প্রাথমিক পর্যবেক্ষণ বলছে ঝগড়া থেকে হামলার সূত্রপাত।
পরে ড্রু বলেন, ‘আমি জানতে চাই যে আগ্নেয়াস্ত্রটি তার কাছে কোথা থেকে এসেছে।’
নগরীর স্কুল সুপারিনটেনডেন্ট জর্জ পার্কার বলেন, এ হামলার ঘটনায় ‘আমি ব্যথিত এবং আমি হতাশ হয়েছি। যুব সমাজ যাতে সহজে আগ্নেয়াস্ত্র হাতে না পায় এটা নিশ্চিত করতে আমাদের কমিউনিটির সহযোগিতা প্রয়োজন।’
গত মে মাসে দেশটির টেক্সাসের উভালডিতে ১৮ বছর বয়সী এক বন্দুকধারীর হামলায় ১৯ শিশু ও দুই শিক্ষক প্রাণ হারায়। গান ভায়োলেন্স আর্কাইভ ডেটাবেজ থেকে জানা যায়, গত বছর যুক্তরাষ্ট্রে বিভিন্ন বন্দুক হামলায় প্রায় ৪৪ হাজার মানুষ নিহত হয়।
Leave a Reply