অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ রাতভর অভিযান চালিয়ে ৪টি চোরাই মোটরসাইকেল ও মোটরসাইকেল চুরির সঞ্জামসহ চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো, জেলার আলমডাঙ্গা উপজেলার বকসিপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে সাইফুল ইসলাম ও একই গ্রামের আব্দুল গণির ছেলে ইমরান হোসেন ইমন।
বৃহস্পতিবার বেলা ১২টায় চুয়াডাঙ্গা সদর থানার কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালন জানান, বুধবার সন্ধ্যায় সদর থানা পুলিশ দশমাইল এলাকায় জনতার হাতে চোরাই মোটরসাইকেলসহ চোরচক্রের সদস্য সাইফুল ইসলামকে পুলিশি হেফাজতে নেয়। এর পর সদর থানা পুলিশের একটি চৌকস টিম গত রাতে আটককৃত সাইফুলকে নিয়ে রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তার স্বীকারোক্তিতে ইমরান হোসেন ইমনকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে চুরি করা ৪টি মোটরসাইকেল ও মোটরসাইকেল চুরির সরঞ্জাম উদ্ধার করে। এছাড়া পুলিশ মোটরসাইকেল চুরির বিষয়ে চাঞ্চল্যকর তথ্য উদ্ধার করেছে তাদের কাছ থেকে।
এ ঘটনায় চুয়াডাঙ্গার সিন্দুরিয়া ক্যাম্পের এসআই মাজহারুল ইসলাম বাদী হয়ে গ্রেপ্তার দুজন ও মোটরসাইকেল চোরচক্রের মূল হোতা নয়ন সরকারসহ ৫ জনের নাম উল্লেখ করে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করেছে। বাকি আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেপ্তারকৃতদের চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হবে বলেও জানিয়েছেন তিনি।
Leave a Reply