অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের উত্তর-পূর্বাঞ্চলে তুরস্ক সীমান্তের কাছে খয় শহরে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এ ঘটনায় তিনজন নিহত এবং ৩ শতাধিক লোক আহত হয়েছেন। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, শনিবার (২৮ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৯টা ৪৫ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। তেহরানের সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, ভূমিকম্পটি ছিল ৫ দশমিক ৯ মাত্রার। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থাও নিশ্চিত করেছে, ভূমিকম্পটি ছিল ৫ দশমিক ৯ মাত্রার।
দেশটির জরুরি সেবায় নিয়োজিত এক কর্মকর্তা জানান, ক্ষতিগ্রস্ত এলাকায় তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে তুষারপাত হচ্ছে। বিদ্যুৎ সংযোগ না থাকায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন ওই কর্মকর্তা।
ভূতাত্ত্বিক অবস্থানের দিক থেকে দেশটি টেকটোনিক প্লেটের সংযোগস্থল। ফলে এ অঞ্চলে ভূমিকম্প যেন নিয়মিত ঘটনা। তবে সম্প্রতি ইরানে ভূমিকম্পনের
মাত্রা বেড়ে গেছে বলে মনে করছেন ভূতাত্ত্বিকগন।
Leave a Reply