অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুমিল্লায় ২৯টি চোরাই গাড়িসহ সঙ্ঘবদ্ধ চোর চক্রের ১৮ সদস্যকে আটক করেছে র্যাব। এসময় একটি কাভার্ড ভ্যান, দুটি মোটরসাইকেল ও ২৬টি ব্যাটারীচালিত গাড়িসহ অসংখ্য যন্ত্রাংশ উদ্ধার করা হয়।
সোমবার সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১১ সিপিসি-২’র উপ-পরিচালক মেজর সাকিব হোসেন।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে কুমিল্লাসহ সারাদেশে গাড়ি চুরির ঘটনাকে কেন্দ্র করে খুন, অর্থ দাবি, মারাত্মকভাবে আহতসহ বিভিন্ন মর্মান্তিক ঘটনার অভিযোগে ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়।
ছায়াতদন্তে গাড়ি চোর চক্রের কয়েকটি সিন্ডিকেটের সন্ধান পেয়ে রোববার কোতয়ালী মডেল থানার পালপাড়া এলাকার খলিলের গ্যারেজ থেকে কাভার্ডভ্যান কেটে যন্ত্রপাতি আলাদা করার সময় চক্রের মূলহোতা খলিলসহ ৮ সদস্যকে হাতেনাতে আটক করা হয়।
পরে গ্রেফতারকৃত আসামিদের দেওয়া তথ্য অনুযায়ী চম্পকনগর, বুড়িচং থানাধীন ভারেল্লা (দক্ষিণ) ও পশ্চিম সিংহ এলাকায় অভিযান পরিচালনা করে আরও ১০ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন জেলার কোতয়ালী মডেল থানার কাউসার আলী খলিল, মোঃ কাইয়ুম , মোঃ সাজিদ হোসেন, মজিদ, মনির মিয়া, নাজমুল হোসাইন রবিউল, মোঃ আবু কাউসার, মোঃ পিয়াস, মোঃ জহির মিয়া, মোঃ জামশেদ হোসেন। দেবিদ্বার থানার মোঃ সাইফুল ইসলাম জাহাঙ্গীর, হৃদয় হাসান, বুড়িচং থানার শুক্কুর আলী, রিপন মিয়া, মোঃ তাজুল ইসলাম, মোঃ ওমর ফারুক, চান্দিনা থানার মোঃ সাইফুল ও ব্রাহ্মণপাড়া থানার মোঃ আল আমিন।
এ বিষয়ে র্যাব-১১ সিপিসি-২’র উপ-পরিচালক মেজর সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃক আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
Leave a Reply