November 27, 2025, 9:01 am
শিরোনামঃ
ওসিদের নিয়োগও লটারির মাধ্যমে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা যারা নির্বাচন ঠেকাতে চাইবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা : সিইসি রীপার ভিডিও বক্তব্য প্রচারের বিষয়ে অধ্যাপক আলী রীয়াজের বিবৃতি রাজধানীতে ৩ শত ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করেছে রাজউক ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্যে ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ ; ক্যাডার পদে ১৭৫৫ ; নন-ক্যাডার ৩৯৫ জন রাজশাহীতে চিনির সঙ্গে রং মিশিয়ে তৈরি হচ্ছিল খেজুর গুড় ; ৫ কারখানায় অভিযান মাগুরার একজন রাজনৈতিক নেতার কারণে ১৮ দিন গৃহবন্দি মাদ্রাসা শিক্ষিকা ; প্রশাসনের হস্তক্ষেপ কামনা পরিবেশ অধিদপ্তরের অভিযানে ধামরাইয়ে ৭টি ইটভাটায় অভিযানে ১৫ লাখ টাকা জরিমানা পিরোজপুরে দুর্যোগে করণীয় বিষয়ে ফায়ার সার্ভিসের কর্মশালা
এইমাত্রপাওয়াঃ

ভারতে স্ত্রীর প্রেমিকের স্ত্রীকে বিয়ে করে প্রতিশোধ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : স্বামী-সন্তানদের ফেলে প্রেমিকের সঙ্গে পালিয়েছে স্ত্রী। এর প্রতিশোধ নিতে ওই প্রেমিকের স্ত্রীকেই বিয়ে করে বসলেন এক যুবক। অদ্ভুত প্রতিশোধের এই ঘটনাটি ঘটেছে ভারতের বিহারের খাগারিয়াতে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী জানা যায়, প্রেমিকের স্ত্রীকে বিয়ে করা ওই যুবকের নাম নীরজ ও তার স্ত্রীর নাম রুবি দেবী। ২০০৯ সালে তাদের বিয়ে হয়। তাদের চারটি সন্তানও রয়েছে। কিন্তু বিয়ের কয়েক বছর পর নীরজ জানতে পারেন, মুকেশ নামে এক ব্যক্তির সঙ্গে তার স্ত্রী রুবির বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে।

বহুবার ওই সম্পর্ক ভেঙে বেরিয়ে আসতে বললেও, কিছুতেই স্ত্রীর মন পরিবর্তন করতে পারেননি তিনি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে মুকেশের হাত ধরে ঘর ছাড়েন রুবি। পালিয়ে গিয়ে বিয়েও করেন তারা। সেই সময় মুকেশের বিরুদ্ধে স্থানীয় থানায় স্ত্রীকে অপহরণের লিখিত অভিযোগ দায়ের করেছিলেন নীরজ।

বিষয়টি  পঞ্চায়েতে জানানো হলে সালিশিও বসে। কিন্তু মুকেশ সেই নির্দেশ মানেননি, উল্টো নীরজের স্ত্রীকে নিয়ে পালিয়ে যান। এদিকে, রুবির প্রেমিক মুকেশও ছিলেন বিবাহিত। তার ঘরেও ছিল দুই সন্তান। স্ত্রীকে নিয়ে পালানোর প্রতিশোধ নিতে গত ফেব্রুয়ারিতে মুকেশের স্ত্রীকে বিয়ে করেন নীরজ।

মজার বিষয় হলো, মুকেশের স্ত্রীর নামও রুবি। অদ্ভুত এই বিয়ের খবর ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যা নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে নানারকম মন্তব্যের ছোড়াছুড়ি।

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page