অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঢাকার নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমানসহ পরিবার এবং চাকরি জীবন ক্ষতিগ্রস্ত করার আশঙ্কায় থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছেন।
সোমবার নবাবগঞ্জ থানায় তিনি সাধারণ ডায়েরী করেন বলে জানা যায়। জিডি নং ২৬৮।
জিডিতে ইউএনও উল্লেখ করেন, নবাবগঞ্জের হযরতপুর মৌজার অর্পিত সম্পত্তি ব্রজ নিকেতন দখলমুক্ত করার পর সেখানে পালিত মালিকবিহীন হরিণগুলো যথাযথ প্রক্রিয়ায় বন বিভাগে হস্তান্তর করা হয়। জানতে পারি খন্দকার আবুল হোসেনের প্রাপ্ত হরিণ পালনের লাইসেন্স বিগত ২২/০১/২০২৩ তারিখে স্থগিত করা হয়েছে।
তিনি লাইসেন্স স্থগিত সিদ্ধান্তের পুনর্বিবেচনা চেয়ে সচিব, পরিবশে, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বরাবর আপীল আবেদন দায়ের করেন। ৫ মার্চ বিকাল ৩টায় সচিব মহোদয়ের অফিস কক্ষে আপিল শুনানীতে আমি সরকার পক্ষে উপস্থিত ছিলাম।
শুনানীর এক পর্যায়ে খন্দকার আবুল হোসেন ব্যক্তিগতভাবে আমাকে ভয়ভীতি প্রদর্শন করেন। আমি কিভাবে নবাবগঞ্জে চাকরি করি সেটা দেখে নেবেন এবং ভবিষ্যতে আমার ক্ষতি করবেন বলে হুমকি দেন।
এসময় ঐ মন্ত্রণালয়ের উপসচিব দীপক কুমার চক্রবর্তীসহ বন বিভাগের শুনানী সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এব্যাপারে খন্দকার আবুল হোসেন বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা।
Leave a Reply