স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের আয়োজনে পৃথকভাবে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে।
আজ সকালে মহেশপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দোয়া মাহফিল, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জদুল ইসলাম সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন ঝিনাইদহ – ৩ আসনের এমপি শফিকুল আজম খান চঞ্চল।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ঝিনাইদহ – ৩ আসনের সাবেক এমপি মোঃ নবী নেওয়াজ ও মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন।
সভায় উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ, ঝিনাইদহ জেলা কৃষক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, মহেশপুর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অমল কুমার কুন্ড, সাধারণ সম্পাদক শেখ এমদাদুল হক বুলু, এসবিকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বগা, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলী সরদার, মান্দারবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান খোকন, মহেশপুর উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ও মহেশপুর পৌর কাউন্সিলর কাজী আতিয়ার রহমান, মহেশপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এম এ আসাদ, আওয়ামী লীগ নেতা নিখিল কুমার গাঙ্গুলী, নিয়ামুল হক সবুজ, মুকুল গাজী, হাফিজুর রহমান মিঠু, মো: নিজামউদ্দিন,মহেশপুর উপজেলা কৃষক লীগের সভাপতি আব্বাস আলী, মহেশপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শাহেদ মেহমুদ রন্জু, মহেশপুর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক ইয়াকুব আলী, মহেশপুর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মানিক বিশ্বাস, মহেশপুর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক আসহাবুল আরাফ শিমুল, মহেশপুর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল হোসেন, ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক রাকিব হাসান সম্রাট ও মোমিনুর রহমান,।
অন্যদিকে সকাল সাড়ে ১০টার দিকে মহেশপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের এমপি শফিকুল আজম খান চঞ্চল।
বিশেষ অথিথি হিসেবে বক্তব্য রাখেন মহেশপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জদুল ইসলাম সাজ্জাদ ও সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন।
সভায় উপজেলা পরিষদের সকল কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply