অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পদ্মা নদী থেকে চাঁদাবাজি করার সময় সাত চাঁদাবাজকে হাতেনাতে আটক করেছে নৌ-পুলিশ। চাঁদাবাজদের বিরুদ্ধে শুক্রবার (১০ মার্চ) পৃথক দুইটি মামলা করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ মার্চ) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পদ্মা নদীর বাবুরচর ও সিডারচর এলাকা থেকে শরীয়তপুর জেলার জাজিরা থানার মাঝির ঘাট নৌ-পুলিশ টিম তাদের আটক করে।
মাঝির ঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জহিরুল হক বলেন, পদ্মা নদীর বাবুর চর এলাকায় ট্রলার ব্যবহার করে চাঁদা আদায় করতেন তারা। আটকের সময় তাদের কাছ থেকে চাঁদাবাজি করার দুইটি ট্রলার, নগদ ছয় হাজার টাকা ও শপিং ব্যাগ উদ্ধার করা হয়েছে। তারা মূলত ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক বিভিন্ন পণ্যবাহী জাহাজ ও বালুবাহী বাল্কহেড থেকে চাঁদা আদায় করত। আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঁদাবাজির কথা স্বীকার করেছেন।
আটককৃতরা হলেন- জাজিরা থানার পাথলিয়া কান্দি গ্রামের আল আমিন মাদবর (২২), বাবুরচর আব্বাস বেপারী কান্দি গ্রামের রাজিব মাদবর (২২), বাবুর চর সরল খা গ্রামের মামুন খান (২৩), স্বপন আকন (২৬), ইমরান মাদবর (২০), জব্বার আলী আকন কান্দি গ্রামের শান্ত আকন (২১), কালিকা প্রসাদ গ্রামের শেখ নসিন (১৯)।
মো. জহিরুল হক ঢাকা আরও বলেন, এএসআই (নিরস্ত্র) মো. শহিদুল ইসলামসহ নৌ পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করেছে। চাঁদাবাজদের বিরুদ্ধে জাজিরা থানায় পৃথক দুইটি মামলা হয়েছে। পরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।