স্টাফ রিপোর্টার : ‘মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ১৪ মার্চ মঙ্গলবার সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলা প্রশাসন ও শিক্ষা অধিদপ্তরের আয়োজনে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ’ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা, বিশিষ্ট শিক্ষাবিদ এটিএম খাইরুল আনাম ও মহেশপুর পৌর মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোজাফ্ফর হোসেন।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন মহেশপুর সরকারী মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, পৌর কাউন্সিলর কাজী আতিয়ার রহমান, বাংলাদেশ কৃষি ব্যাংক মহেশপুর শাখার ব্যবস্থাপক আলহেরা, সোনালী ব্যাংক লিমিটেড মহেশপুর শাখার ব্যবস্থাপক রবিউল ইসলাম, , প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক শাহীন আলম, ফতেপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান মাহমুদ ও সহকারি শিক্ষক জসিম উদ্দিন।
পরে অনুষ্ঠানে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply