অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজধানী জাকার্তা শহরটির বায়ু দূষণ ও জনসংখ্যার চাপ কমাতে নতুন রাজধানী তৈরি করছে ইন্দোনেশিয়া সরকার। যার নাম নুসানতারা।
জাকার্তা থেকে প্রায় দুই হাজার কিলোমিটার উত্তর-পূর্বে বোর্নিও দ্বীপে তৈরি হচ্ছে ইন্দোনেশিয়ার নতুন এই রাজধানী নুসানতারা।
২০২২ সালের মাঝামাঝি সময়ে নুসানতারার নির্মাণ কাজ শুরু করেছে ইন্দোনেশিয়া সরকার। ফেব্রুয়ারি পর্যন্ত ১৪ শতাংশ কাজ শেষ হয়েছে।
প্রসঙ্গত, বোর্নিওর ঘন জঙ্গলে রাজধানী স্থানান্তর করা হলে অনেক গাছ কেটে ফেলতে হবে। এতে অনেক প্রাণীর আবাসস্থল নষ্ট হয়ে যাবে। তবে সরকারের দাবি, দেশের কল্যাণে এই আধুনিক শহর গড়ে তোলা হচ্ছে।
২০২৪ সালের ১৭ আগস্ট ইন্দোনেশিয়ার স্বাধীনতা দিবসে নতুন রাজধানী উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে সরকারের।
Leave a Reply