মোঃ ফাহিমুল ইসলাম : ঝিনাইদহের মহেশপুরে খরিপ-১/২০২৩-২৪ মৌসুমে আউস ধান ও পাট উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় সরকারী বিনামূল্যের বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।
পর্যায়ক্রমে উপজেলার ৭ হাজার ৮৫০ জন কৃষকের মাঝে আউস ধানের বীজ ও সার এবং ১ হাজার ৮ শত জন কৃষকের মাঝে পাটের বীজ ও সার বিতরণ করা হবে।
২১ মার্চ মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষকদের মাঝে বিনামূল্যের বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাদপুর) আসনের এমপি শফিকুল আজম খান চঞ্চল।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা,
মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন,
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাসান আলী ও
উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ আব্বাস উদ্দিন।
Leave a Reply