মোঃ ফাহিমুল ইসলাম : ঝিনাইদহের মহেশপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হয়েছে।
প্রত্যুষে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। সূর্যদয়ের সাথে সাথে সকল সরকারী-বেসরকারী ভবন-ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন পূর্বক দিবসের কর্মসূচী শুরু করা হয়।
সকাল ৮টায় কলেজ স্ট্যান্ডের বিজয় স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ ও মোনাজাত।
সকাল সাড়ে ৮টায় মহেশপুর হাইস্কুল মাঠের অনুষ্ঠান মঞ্চে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, সম্মান প্রদর্শন, দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য ও প্যারেড পরিদর্শন।
সকাল ৮.৪৫ ঘটিকায় পুলিশ-আনসার- ভিডিপি, স্কাউটস, গার্লস গাইড এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণে কুচকাওয়াজ, সকাল ৯টায় সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, জাতীয় সঙ্গীত পরিবেশন এবং ক্রীড়া প্রতিযোগতিা অনুষ্ঠান।
বাদ যোহর ও সুবিধাজনক সময়ে জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে মসজিদে বিশেষ মোনাজাত এবং মন্দির ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা।
হাসপাতালে ও এতিমখানায় সুবিধাজনক সমযে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
বিকাল ৩টায় মহেশপুর হাইস্কুল মাঠে উপজেলা প্রশাসন একাদশ বনাম পৌরসভা একাদশ প্রীতি ফুটবল প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
বিকাল ৪টায় মহেশপুর হাইস্কুল মাঠে “জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন” বিষয়ে আলোচনা এবং বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
বিকাল ৪টায় উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে মহান স্বাাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এর আগে ২৫ মার্চ শনিবার ১৯৭১ সালের ২৫ মার্চের রাতে নিহত শহীদদের স্মরণে মসজিদে বিশেষ মোনাজাত ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনা করা হয়।
রাত ১০:৩০টা থেকে ১০:৩১টা পর্যন্ত সারা দেশে ১ মিনিট প্রতীকি ব্লক আউট রাখা হয়।
মহেশপুর উপজেলা প্রশাসন কর্তৃক গৃহীত মহান স্বাধীনতা দিবসের সকল কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ (মহেশপুর- কোটচাদপুর) আসনের এমপি মোঃ শফিকুল আজম খান চঞ্চল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মোঃ নবী নেওয়াজ, মহেশপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা, মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার শামীম উদ্দিন, মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজাজাদুল ইসলাম সাজ্জাদ ও সাধারণ সম্পাদক মীন সুলতানুজ্জামান।
সকল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী।
মহেশপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করতে গত ১৫ মার্চ মহেশপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় ১৭৫ সদস্য বিশিষ্ট একটি মূল কমিটি ও ১২টি উপ-কমিটি গঠন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী।
Leave a Reply