December 20, 2025, 6:26 am
শিরোনামঃ
বাংলাদেশে অবস্থানরত মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকতে দূতাবাসের অনুরোধ বাংলাদেশিদের ভিসা দেওয়ার আগে সোশ্যাল মিডিয়া কার্যক্রম যাচাই করবে ভারত সরকার ধৈর্য ও বিচক্ষণতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানালেন জামায়াতের আমীর বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসের নিয়োগ সিনেটে অনুমোদন ঢাকায় পৌঁছালো ওসমান হাদির মরদেহ ; আগামীকাল সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাযা সিলেট সীমান্তে ভারতের অভ্যন্তরে খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে ফের ভোটের মাঠে ফিরলেন নারায়ণগঞ্জের বিএনপি প্রার্থী বগুড়ায় স্ত্রী হত্যার পর মরদেহ সেপটিক ট্যাংকে রেখে থানায় নিখোঁজের জিডি ; অবশেষে ধরা যুক্তরাজ্যের কারাগারে অনশনের ফলে ফিলিস্তিন অ্যাকশনের ৬ কর্মী মৃত্যু ঝুঁকিতে ভারতের রাজ্য বিচ্ছিন্ন করার হুমকি সহ্য করা হবে না : আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
এইমাত্রপাওয়াঃ

সংসদ অধিবেশনে স্পিকারের কাছে ‘নাতি কোটায়’ সময় চাইলেন নাসিমপুত্র ; সংসদে হাসির রোল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১৪৭ বিধিতে উত্থাপিত প্রস্তাবের ওপর আলোচনা করছিলেন প্রয়াত মন্ত্রী মোহাম্মদ নাসিমের পুত্র সংসদ সদস্য তানভীর শাকিল জয়। বক্তব্যের এক পর্যায়ে তার সময় ফুরিয়ে আসায় স্পিকারকে উদ্দেশ করে তিনি বলেন, ‘মাননীয় স্পিকার, নাতি কোটায় আমাকে অল্প একটু সময় বাড়িয়ে দিয়েন, প্লিজ মাননীয় স্পিকার।’ এসময় সংসদে হাসির রোল পড়ে যায়।

শনিবার (৮ এপ্রিল) দুপুরের দিকে এ আলোচনায় ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সংসদ অধিবেশনে সভাপতিত্ব করছিলেন। তানভীর শাকিল জয় তার বক্তব্যের শেষ পর্যায়ে এসে আরও একবার বলেন, ‘মাননীয় স্পিকার আরেকটু সময় দেবেন। নাতি কোটা… প্লিজ মাননীয় স্পিকার।’ এসময় সংসদ সদস্যদের সঙ্গে স্পিকার নিজেও হেসে ফেলেন। জবাবে তিনি বলেন, ‘আচ্ছা, আর দুই মিনিট বলুন।’

প্রসঙ্গত, তানভীর শাকিল জয় জাতীয় চার নেতার অন্যতম ক্যাপ্টেন এম. মনসুর আলীর প্রপৌত্র। এম মনসুর আলী মুক্তিযুদ্ধের প্রাক্কালে মেহেরপুরের বৈদ্যনাথতলার আম্রকাননে গঠিত বাংলাদেশ সরকারে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার পুত্র মোহাম্মদ নাসিমও পরবর্তী সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা হন। তিনি ১৯৯৬-২০০১ সময়কালে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং ২০১৩ থেকে ২০১৮ পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

পিতা ও পিতামহের পথ অনুসরণ করে তানভীর শাকিল জয়ও আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হয়েছেন। তিনি ৯ম ও ১১তম জাতীয় সংসদের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবে আলোচনাকালে তিনি বলেন, ‘আজকে আমাদের মহান স্বাধীনতা, স্বাধীনতা যুদ্ধকে অপমান করা হয়। আজকে স্বাধীনতা দিবসকে অপমান করে বিকৃতভাবে চাইল্ড এক্সপ্লোটেশনের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়।’

তিনি বলেন, ‘আমি সেসব সুশীল বাবু এবং তাদের পত্রিকার কাছে প্রশ্ন রাখতে চাই, যখন ইনডেমনিটি অধ্যাদেশ জারি করা হয়েছিল— তখন স্বাধীনতার চেতনা কোথায় ছিল? যখন ২১ আগস্টে গ্রেনেড হামলা চালানো হয়েছিল তখন স্বাধীনতা কোথায় ছিল? যখন বাংলাদেশে সারের জন্য কৃষকদের গুলি করে হত্যা করা হয়েছিল, যখন বিদ্যুতের জন্য সাধারণ মানুষকে গুলি করা হয়েছিল তখন স্বাধীনতা কোথায় ছিল? তখনতো আপনাদের বোধোদয় হয় নাই, তখনতো আপনারা স্বাধীনতা নিয়ে কথা বলেন নাই। এখন আপনারা স্বাধীনতা নিয়ে কথা বলেন।’

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ উল্লেখ করে তানভীর শাকিল জয় বলেন, ‘শতভাগ বিদ্যুতায়নের বাংলাদেশ। পদা সেতু, মেট্রোরেলের বাংলাদেশ, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ; তাই আপনাদের গায়ে জ্বালা ধরে। ওই সুশীল বাবু, কুশীল বাবু আর নরসুন্দর বাবুদের দিয়ে দেশে গণতন্ত্র আসবে না।’

 

আজকের বাংলা তারিখ

December ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  


Our Like Page