April 22, 2025, 12:40 pm
এইমাত্রপাওয়াঃ
আমাদের সাইটে নতুন ভার্ষনের কাজ চলছে সাথে থাকার জন্য ধন্যবাদ

চট্টগ্রামে আত্মসমর্পণ করা ৭৭ জলদস্যুকে ঈদ সামগ্রী দিল র‍্যাব

অনলাইন সীমাান্তবাণী ডেস্ক : চট্টগ্রামের বাঁশখালী এবং কক্সবাজারের মহেশখালী, কুতুবদিয়া ও পেকুয়া এলাকায় আত্মসমর্পণ করা ৭৭ জন জলদস্যুকে ঈদ উপহার দিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শনিবার (১৫ এপ্রিল) বাঁশখালী উপজেলা হল রুমে তাদের হাতে এসব উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

র‍্যাব জানায়, ২০১৮ সালে কঠোর পর্যবেক্ষণ এবং তত্ত্বাবধানে ৪৩ জলদস্যুকে আত্মসমর্পণ করানো হয়। পরে তাদের স্বাভাবিক জীবনযাপন দেখে ২০২০ সালে আরও ৩৪ জলদস্যু আত্মসমর্পণ করেন। তাদের স্বাভাবিক জীবনযাপনে উদ্বুদ্ধ করতে বিভিন্ন সময়ে বিভিন্ন উপহার সামগ্রী দেওয়া হয়ে থাকে। তারই অংশ হিসেবে আজ (শনিবার) ঈদ উপলক্ষ্যে উপহার দেওয়া হলো।

এ সময় চট্টগ্রাম র‍্যাবের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব আলম, কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার উপস্থিত ছিলেন।

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page