অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি বিশ্বের স্বাধীনচেতা দেশগুলোর অনুকূলে পরিবর্তিত হচ্ছে; আর এটি সম্ভব হয়েছে ইরান ও সিরিয়ার দীর্ঘদিনের আন্তরিক সহযোগিতা এবং এই দু’টি মুসলিম দেশের ঐতিহাসিক প্রতিরোধের কারণে।
তিনি সিরিয়ার স্বাধীনতা দিবস উপলক্ষে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে লেখা এক অভিনন্দন বার্তায় এ মন্তব্য করেন। ১৯৪৬ সালের ১৭ এপ্রিল সিরিয়া থেকে ফ্রান্সের সর্বশেষ সেনা প্রত্যাহারের মাধ্যমে দেশটি পূর্ণ স্বাধীনতা অর্জন করেছিল।
তেহরান ও দামেস্কের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা শক্তিশালী হলে তা দু’দেশের জনগণের স্বার্থ রক্ষার পাশাপাশি পশ্চিম এশিয়া অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহায়ক হবে বলে বার্তায় মন্তব্য করেন প্রেসিডেন্ট রায়িসি।
এর আগে চলতি মাসের গোড়ার দিকে ইরানের প্রেসিডেন্ট তার সিরীয় সমকক্ষের সঙ্গে এক টেলিফোনালাপেও একই ধরনের মন্তব্য করেছিলেন। তখন তিনি বলেছিলেন, বিশ্ব পরিস্থিতি দাম্ভিক শক্তি ও ইহুদিবাদী ইসরাইলের বিপক্ষে এবং প্রতিরোধ ফ্রন্টের অনুকূলে বদলে যাচ্ছে।