অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বগুড়ার বাংলাদেশ সেনাবাহিনী সদর দপ্তর ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া সদর দপ্তর বগুড়ার পক্ষ থেকে এলাকার গরীব, অসহায়, এতিম ও দুস্থ মানুষের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
জেলার মাগুড়গাড়ী এলাকায় জামুন্না পল্লী বন্ধু স্কুল মাঠে এ সব খাদ্য সামগ্রী বিতরণ করেন জিওসি ১১ পদাতিক ডিভিশন ও বগুড়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. খালেদ আল মামুন।
মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে বগুড়া সেনানিবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাবাহিনী প্রধানের নির্দেশে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ ছাড়াও নানাবিধ জনসেবামূলক কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় বগুড়া জেলার মাগুড়গাড়ী এলাকার গরীব, অসহায়, এতিম ও দুস্থ মানুষের মাঝে ত্রাণ/খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সেনাবাহিনীর কাছ থেকে ঈদের আগে খাদ্য সামগ্রী পেয়ে এলাকার সাধারণ মানুষেরা আনন্দ প্রকাশ করেন বলে বিজ্ঞপ্তিকে উল্লেখ করে।
বিতরণ অনুষ্ঠানে বগুড়া সেনানিবাসের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মাগুড়গাড়ী এলাকা ছাড়াও, বগুড়া জেলার বিভিন্ন স্থানে এবং জয়পুরহাট ও পত্নীতলার বিভিন্ন স্থানে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
Leave a Reply