December 20, 2025, 6:26 am
শিরোনামঃ
বাংলাদেশে অবস্থানরত মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকতে দূতাবাসের অনুরোধ বাংলাদেশিদের ভিসা দেওয়ার আগে সোশ্যাল মিডিয়া কার্যক্রম যাচাই করবে ভারত সরকার ধৈর্য ও বিচক্ষণতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানালেন জামায়াতের আমীর বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসের নিয়োগ সিনেটে অনুমোদন ঢাকায় পৌঁছালো ওসমান হাদির মরদেহ ; আগামীকাল সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাযা সিলেট সীমান্তে ভারতের অভ্যন্তরে খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে ফের ভোটের মাঠে ফিরলেন নারায়ণগঞ্জের বিএনপি প্রার্থী বগুড়ায় স্ত্রী হত্যার পর মরদেহ সেপটিক ট্যাংকে রেখে থানায় নিখোঁজের জিডি ; অবশেষে ধরা যুক্তরাজ্যের কারাগারে অনশনের ফলে ফিলিস্তিন অ্যাকশনের ৬ কর্মী মৃত্যু ঝুঁকিতে ভারতের রাজ্য বিচ্ছিন্ন করার হুমকি সহ্য করা হবে না : আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
এইমাত্রপাওয়াঃ

বান্দরবানে বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চিনের হামলার ভয়ে ঘরছাড়া ৫০ পরিবার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বান্দরবানের রুমা উপজেলায় বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) হামলার ভয়ে পাইন্দু ইউনিয়নের মুয়ালপিপাড়ার ৫০‌টি মারমা প‌রিবা‌রের ২৩৩ জন ঘরবাড়ি ছেড়ে পা‌লি‌য়েছেন। তারা বর্তমানে উপজেলা সদরে মারমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ভবনে স্থানীয় জনপ্রতিনিধিদের তত্ত্বাবধানে রয়েছেন বলে নিশ্চিত করেছেন রুমা উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মারমা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার রা‌তে রুমা উপ‌জেলার পাইন্দু ইউনিয়‌নের দুর্গম মুয়ালপিপাড়া থে‌কে বিচ্ছিন্নতাবাদী সংগঠন কেএনএফের ভয়ে পালিয়ে এসে‌ছে ৫০টি মারমা পরিবার। তা‌দের মধ্যে ১১২ জন পুরুষ ও ১২১ জন নারী র‌য়ে‌ছেন।

আশ্রয় নেওয়া মারমা প‌রিবা‌রের ক‌য়েকজন জানান, পাইন্দু ইউনিয়‌নের দুর্গম মুয়ালপিপাড়ায় ৮০টি বম পরিবার ও ৫০টি মারমা পরিবার বসবাস করে। মারমা পরিবারগুলোকে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে তথ্য পাচারের অভিযোগ এনে কেএনএফের সদস্যরা বেশ কিছু দিন ধরে হুমকি দিয়ে আসছেন। মারমা‌দের বড় ধর্মীয় উৎসব সাংগ্রাইয়ের মধ্যেই স্থানীয় বাসিন্দা মংনাক মারমা (৪০) এবং মংবাসিং মারমাকে (৩৮) ধরে নিয়ে গিয়ে নির্যাতন করে কেএনএফের সদস্যরা। তারা দুজন বর্তমানে রুমা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। তাদের নির্যাতনের পর থেকে মারমাপাড়ার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। তারা কেএনএফের বাধার মুখে এত দিন পালাতে পারেননি। গত বুধবার রাতে সামাজিক অনুষ্ঠান থাকার সুযোগে ঘর থেকে বের হয়ে তারা রুমা সদরে পালিয়ে আসেন।

এদিকে মুয়ালপিপাড়া থেকে ৫০‌টি মারমা প‌রিবা‌র ঘরবাড়ি ছেড়ে পা‌লি‌য়ে আসার ঘটনায় গত বুধবার সকা‌লে রুমা মারমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন প্রাঙ্গণে সচেতন নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়। এ সময় বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেন মারমা সম্প্রদায়ের ধর্মীয় গুরুসহ রুমা বাজারের সচেতন নাগরিক সমাজ। এ সময় বক্তব্য দেন রুমা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি উহ্ল‌চিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান নুম্রাউ মারমা, পাইন্দু ইউনিয়নের চেয়ারম্যান উহ্লামং মারমা, সদর ইউনিয়নের চেয়ারম্যান শৈমং মারমা, মারমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুইপ্রুচিং মারমা।

রুমা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন ব‌লেন, মুয়ালপিপাড়া থ‌কে ঘর‌ ছে‌ড়ে আসা মারমা পরিবারগুলো‌কে স্থানীয় জনপ্রতিনিধিরা দেখভাল করছেন। তারা কেন চলে এসেছেন সে বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

এ বিষয়ে রুমা উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মারমা বলেন, মুয়ালপিপাড়া থে‌কে কেএনএফের ভয়ে পালিয়ে আসা ৫০টি মারমা পরিবারকে সদ‌রের মারমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ভবনে আশ্রয় দেওয়া হয়েছে। তারা আমাদের জনপ্রতিনিধিদের তত্ত্বাবধানে রয়েছে। এর আগেও গত ৬ এ‌প্রিল খামতামপাড়ায় গোলাগুলিতে ৮ জন নিহত হওয়ার ঘটনার পর আতঙ্কে পালিয়ে এসে ২০টি পরিবার রুমা উপজেলার বাম কমিউনিটি হলে আশ্রয় নিয়েছিল।

প্রসঙ্গত, বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কেএনএফ ভারত ও মিয়ানমার সীমান্ত সংলগ্ন রাঙামাটির বিলাইছড়ি উপজেলার বড়থলি ইউনিয়ন ও পার্শ্ববর্তী বান্দরবানের রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলার দুর্গম এলাকায় ২০২২ সালের মে মাস থেকে তাদের তৎপরতা শুরু করে। তারা ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের বম, পাংখুয়া, লুসাই, খুমি, খেয়াং ও মুরুং জনগোষ্ঠীর অধিকার আদায়ে সশস্ত্র আন্দোলন করছে বলে দাবি করে আসছে। প‌রে সংগঠনের ছত্রছায়ায় জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া না‌মে জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগের ভিত্তিতে গত ৩ অক্টোবর থেকে পাহা‌ড়ে অভিযান শুরু করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দফায় দফায় র‍্যাবের অভিযা‌নে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া ও বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কেএনএফের মোট ৫৯ জনকে আটক করে আইনের আওতায় আনা হয়। এর মধ্যে কেএনএফের ১৭ জন নেতা ও সদস্য রয়েছেন বলে গত ১৩ মার্চ প্রেসব্রিফিংয়ে জানিয়েছিলেন র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন।

 

আজকের বাংলা তারিখ

December ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  


Our Like Page