অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন: আমেরিকা গণতান্ত্রিক স্লোগানের আড়ালে অস্ত্রের ব্যবসা করছে। নাসের কানয়ানি আমেরিকাকে বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র ব্যবসায়ী বলে মন্তব্য করেন।
তিনি আজ এক টুইট বার্তায় বলেন: ২০২২ সালে আমেরিকা মধ্যপ্রাচ্যসহ বিশ্বের ১৪২টি দেশে অস্ত্র বিক্রি করেছে। বার্তা সংস্থা ইরনা আরও জানিয়েছে, বাইডেন সরকারের প্রথম অর্থবছরে ২০ হাজার ৬০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি হয়েছে। এ ছাড়াও স্বৈরাচারী হিসেবে পরিচিত বিশ্বের অন্তত ৮৪টি দেশের মধ্যে ৪৮টি দেশের কাছে অস্ত্র বিক্রি করেছে আমেরিকা।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র
ওয়াশিংটনের দাবি আর বাস্তবতার প্রতিক্রিয়া জানিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন: তাদের শ্লোগান গণতান্ত্রিক মূল্যবোধের। কিন্তু রপ্তানি করে যুদ্ধ, হত্যাকাণ্ড ও দমন-পীড়নের অস্ত্র।
কানয়ানি চাফি আরও বলেন: আমেরিকার এই পরস্পরবিরোধী আচরণ বিশ্ববাসী প্রত্যক্ষ করছে। স্বয়ং আমেরিকারই একটি সংস্থা ইন্টারসেপ্টের অনলাইনে জানানো হয়েছে, তাদের তদন্ত অনুযায়ী শীতল যুদ্ধের পর থেকে এ পর্যন্ত আমেরিকাই বিশ্বের সবচেয়ে বড় অস্ত্রের বিক্রেতা। এক বছরে বিশ্বের মোট অস্ত্র রপ্তানির শতকরা ৪০ ভাগ আমেরিকাই সরবরাহ করে বলে ইন্টারসেপ্ট জানায়।